স্পোর্টস ডেস্ক : [২] আইপিএলে অনেক বাঘা বাঘা বোলারকে কুপোকাত করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বরুণ চক্রবর্তী। অথচ সেই বরুনকেই পাকিস্তানের গলির বোলারদের সাথে তুলনা করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট।
[৩] টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি ভারত। ১০ উইকেটে ভারতকে হারিয়ে রীতিমতো ইতিহাস রচনা করেছে পাকিস্তান। জয়ের ব্যবধানই বলে দেয়, সেই ম্যাচে উইকেটশুন্য ছিলেন ভারতের বোলাররা।
[৪] বরুন চার ওভার বোলিং করে ৩৩ রান দেন। তার এমন পারফরম্যান্স দেখে কটাক্ষ করতে ভোলেননি সালমান। পাকিস্তানের সাবেক অধিনায়ক রীতিমত ধুয়ে দিয়েছেন বরুনকে। সালমান বলেন, বরুণ চক্রবর্তীর মতো স্পিনার পাকিস্তানের কাছে কোনো সারপ্রাইজ ছিল না। অন্য কোনো দলের কাছে সারপ্রাইজ হলে সেটা আলাদা ব্যাপার। তবে পাকিস্তানে অলিগলিতে বরুণ চক্রবর্তীর মতো বোলার পাওয়া যায়। আমাদের দেশে অলিগলিতে বাচ্চারা ফিঙ্গার ট্রিকস ব্যবহার করে বোলিং করে। এটা কোনো নতুন ব্যাপার নয়। - ক্রিকফ্রেঞ্জি