আশিক এলাহী: [২] তৃতীয় ধাপে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ৮টি ইউপিতে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যানরাই। বাদ পড়েছেন ৫ জন। সোমবার (২৬) অক্টোবর রাতে আওয়ামী লীগের কেন্দ্রিয় থেকে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
[৪] চূড়ান্ত মনোনয়ন যারা পেলেন-
১নং রাজানগর ইউনিয়নঃ বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। ২নং হোছনাবাদ ইউনিয়নঃ হোছনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী দানু মিয়া। ৫নং পারুয়া ইউনিয়নঃ পারুয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি মো, একতেহার হোসেন। ৬নং পোমরা ইউনিয়নঃ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবীদ ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহির আহমদ চৌধুরী। ৭নং বেতাগী ইউনিয়নঃ উপজেলা আ'লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো, নূর কুতুবুল আলম। ৮নং সরফভাটা ইউনিয়নঃ বর্তমান চেয়ারম্যান শেখ ফরীদ উদ্দিন চৌধুরী।
৯নং শিলক ইউনিয়নঃ বর্তমান চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মো, নজরুল ইসলাম তালুকদার। ১০নং পদুয়া ইউনিয়নঃ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো, আবু জাফর। ১১নং চন্দ্রঘোনা ইউনিয়নঃ বর্তমান চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো, ইদ্রীছ আজগর। ১২নং কোদালা ইউনিয়নঃ উপজেলা আ'লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো, আব্দুল কাইয়ুম তালুকদার। ১৩নং ইসলামপুর ইউনিয়নঃ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল উদ্দীন চৌধুরী। ১৪নং দক্ষিণ রাজানগর ইউনিয়নঃ বর্তমান চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার। ১৫নং লালানগর ইউনিয়নঃ বর্তমান চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম চৌধুরী কাঞ্চন।