শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০২:২০ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ধ্যায় হালকা বৃষ্টি, রাতের ঢাকায় শীতের আমেজ

আখিরুজ্জামান সোহান: ‘চুপি চুপি কোথা থেকে, এলো আজ শীত,গুন গুন গায় পাখি শীত শীত শীত’এই কবিতার মতোই প্রকৃতি জানান দিচ্ছে শীতের শীতল হাওয়ার পরশের। ঠিক হার কাঁপানো কিংবা রক্ত হীম করা ঠান্ডা নয় বরং রাস্তা ধরে হাটলেই শরীরে আলতো ছুঁয়ে যাচ্ছে হিমেল হাওয়া। হেমন্ত শেষ হতে বাকী এখনো অনেকদিন, তবে এর আগেই দেশের উত্তরের জেলা গুলোতে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। কয়েকদিন ধরে চলা নিম্নচাপের পরে রাতের ঢাকাতেও আঁচ পাওয়া যাচ্ছে কিছুটা শীতল আবহাওয়ার ।

রাতে নগরীর ধানমন্ডী, সংসদ ভবন, বিজয় স্বরনী, ফার্মগেট, তেঁজগাও এলাকাজুরে দেখা যায় হালকা কুয়াশার। বিশেষ করে সংসদ ভবন এড়িয়া সংলগ্ন মাঠগুলোতে শীতের উপস্থিতি যেনো ঢাকার অন্য যেকোন জায়গার তুলনায় অনেকটাই বেশি।

তেঁজগাও এলাকায় গভীর রাত পর্যন্ত রিকশা চালান কামাল হোসেন। তিনি বলেন, দিনের বেলা গরম আবহাওয়া থাকলেও গত তিন চারদিন ধরে রাতে শীতের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তার কথায় সুর মিলিয়ে একই কথা বললেন, রিকশা চালক হারুনুর রশিদ। রশিদ জানান, রাতে শীতের ভয়ে কয়েকদিন ধরে তড়িঘড়ি করে ১২ টার মধ্যেই বাসায় চলে যাচ্ছেন তারা।

সোমবার সন্ধ্যায় বৃষ্টির পর ভ্যাপসা গরমটা অনেকটাই কমে এসেছে, তবে কয়েকদিন ধরেই রাত বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসছে তাপমাত্রা । ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস ।তাপমাত্রা মোটামুটি ২০ ডিগ্রির নিচে নামলে নগরীতে শীতের মাত্রা আরেকটু বেশি অনুভূত হবে। ধারণা করা হচ্ছে, নভেম্বরের শুরুতেই তাপমাত্রা অনেকটাই কমে আসবে ঢাকার তবে এর আগেই কয়েকদফা বৃষ্টিরর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়