শিরোনাম

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৯:১৯ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৯:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২ উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ১১৬

মিনহাজুল আবেদীন: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ১৭তম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তনা। প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে আফগানরা। ডিবিসি টিভি

[৩] ৯.৫ ওভারে স্কোর বোর্ডে ৮২ রান জমা করে সাজঘরে দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ ও হযরতউল্লাজ জাজাই। ১৫ বলে ২২ আর ৩০ বলে ৪৪ রান করে ফেরেন শেজাদ ও হযরতউল্লাহ।

[৪] ১৪ ওভারের খেলা শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১১৬ রান। যুগান্তর

[৫] আরব আমিরতের শারজায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

[৬] আইসিসি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাছাই পর্বের ঝামেলায় যেতে হয়নি আফগানিস্তানকে। ভারত-পাকিস্তানের মতো এশিয়া থেকে সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলছে মোহাম্মদ নবীর নেতৃত্বাধীন দলটি। তবে বাছাই পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেয়েছে গ্রেট বিটেনের একটি দ্বীপ রাষ্ট্র স্কটল্যান্ড। বাছাই পর্বে বাংলাদেশ, ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিটি পেয়েছে স্কটিশরা। বাংলানিউজ ২৪

[৭] বাছাই পর্বে টানা তৃতীয় জয়ে ফুরফুরে মেজাজে রয়েছে অ্যান্ডি বালবিরনির নেতৃত্বাধীন দলটি। অন্যদিকে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এশিয়ার অন্যতম সেরা দল আফগানিস্তান। বিশ্বকাপের মতো বড় আসরে জয়ে মিশন শুরু করতে মরিয়া মোহাম্মদ নবী-রশিদ খানরা।

[৮] আফগানিস্তান: হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, রহমতউল্লাহ গুরবাজ, আসগর আফগান, মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, মুজিব-উর রহমান ও নাভিন উল হক। জাগোনিউজ ২৪

[৯] স্কটল্যান্ড: জর্জ মুনসি, কাইল কোয়েতজার (অধিনায়ক), ম্যাথু ক্রস, রিচি বিরিংটন, কলাম ম্যাকলিওড, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াইট, জশ ডেভি, সাফায়ান শরিফ ও বার্ড উইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়