শিরোনাম
◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ১০:২৭ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে বার্সার হার

স্পোর্টস ডেস্ক: [২] মেসি পরবর্তী বার্সেলোনার বাজে দশা আরও একবার ফুটে উঠলো। এবার লা লিগার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ গোলে হেরে গেল রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

[৩] এ জয়ে লিগের শির্ষেও স্থান করে নিল রিয়াল। এছাড়া বার্সার বিপক্ষে লিগে টানা চার ম্যাজে জয় তুলে নিল রিয়াল।

[৪] রোববার ক্যাম্প ন্যুতে খেলার ৩২তম মিনিটে প্রতি-আক্রমণে এগিয়ে যায় রিয়াল। ভিনিসিউসের বাড়ানো পাস রদ্রিগো ধরে বাড়ান বাঁদিকে দাভিদ আলাবাকে। পরে এই অস্ট্রিয়ান ডিফেন্ডার বিনা বাধায় বক্সে ঢুকে বুলেট গতির কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন।

[৫] বিরতির পর বার্সা ম্যাচে ফেরার চেষ্টা করলেও গোল শোধ করতে পারেনি। উল্টো সাত মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও একটি গোল হজম করে।

[৬] ডি-বক্সে ঢোকে মার্কো আসেনসিওর শট ঠেকিয়ে দেন টের স্টেগেন। তবে বিপদমুক্ত করতে পারননি জার্মান গোলরক্ষক। আলগা বল ছুটে গিয়ে টোকায় জালে পাঠান লুকাস ভাসকেস।

[৭] দুই মিনিট পর অবশ্য সার্জিও আগুয়েরর বার্সা ক্যারিয়ারে প্রথম গোলে একটি গোল শোধ হয়। ডান দিক থেকে দেস্তের একটু উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের মুখ থেকে ভলিতে হারের ব্যবধান কমান আর্জেন্টাইন তারকা।

[৮] লিগে ৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। যথাক্রমে পরের দুটি স্থানে থাকা সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদের পয়েন্টও সমান ২০। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে নেমে গেছে বার্সেলোনা। বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়