শিরোনাম
◈ বাংলাদেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস, প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস আঙ্কটাডের ◈ শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান ◈ ইসিতে প্রথম দিনের আপিল শুনানি: প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন ◈ আবার ক্রিকেট মাঠে মৃত্যু, এবার মারা গেলেন রঞ্জি ট্রফিতে খেলা মিজোরামের ক্রিকেটার ◈ ‘বিড়িতে সুখ টানেও দাঁড়িপাল্লায় ভোট’ চাওয়া সেই জামায়াত প্রার্থী ফয়জুল হককে শোকজ ◈ একজন সামান্য কর্মী থেকে যেভাবে হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ◈ ১৫ বছরে পুলিশ দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল: আইজিপি (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ ইংল‌্যা‌ন্ডের মঈন আলী বল‌লেন, বাংলাদেশে ভালো ক্রিকেটার আছে, ত‌বে বিশ্বমানের নেই  ◈ ২২ বছর পর আফ্রিকা কাপ অব নেশন্সের সেমিফাইনালে মরক্কো

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ১০:২৭ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে বার্সার হার

স্পোর্টস ডেস্ক: [২] মেসি পরবর্তী বার্সেলোনার বাজে দশা আরও একবার ফুটে উঠলো। এবার লা লিগার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ গোলে হেরে গেল রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

[৩] এ জয়ে লিগের শির্ষেও স্থান করে নিল রিয়াল। এছাড়া বার্সার বিপক্ষে লিগে টানা চার ম্যাজে জয় তুলে নিল রিয়াল।

[৪] রোববার ক্যাম্প ন্যুতে খেলার ৩২তম মিনিটে প্রতি-আক্রমণে এগিয়ে যায় রিয়াল। ভিনিসিউসের বাড়ানো পাস রদ্রিগো ধরে বাড়ান বাঁদিকে দাভিদ আলাবাকে। পরে এই অস্ট্রিয়ান ডিফেন্ডার বিনা বাধায় বক্সে ঢুকে বুলেট গতির কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন।

[৫] বিরতির পর বার্সা ম্যাচে ফেরার চেষ্টা করলেও গোল শোধ করতে পারেনি। উল্টো সাত মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও একটি গোল হজম করে।

[৬] ডি-বক্সে ঢোকে মার্কো আসেনসিওর শট ঠেকিয়ে দেন টের স্টেগেন। তবে বিপদমুক্ত করতে পারননি জার্মান গোলরক্ষক। আলগা বল ছুটে গিয়ে টোকায় জালে পাঠান লুকাস ভাসকেস।

[৭] দুই মিনিট পর অবশ্য সার্জিও আগুয়েরর বার্সা ক্যারিয়ারে প্রথম গোলে একটি গোল শোধ হয়। ডান দিক থেকে দেস্তের একটু উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের মুখ থেকে ভলিতে হারের ব্যবধান কমান আর্জেন্টাইন তারকা।

[৮] লিগে ৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। যথাক্রমে পরের দুটি স্থানে থাকা সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদের পয়েন্টও সমান ২০। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে নেমে গেছে বার্সেলোনা। বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়