রাহুল রাজ : [২] টসে জিতে হেসেছিল পাকিস্তান। ম্যাচের শুরুতেও হাসিটা তাদেরই। ভারতের দুই ওপেনারকে শুরুতেই ফিরিয়ে দেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি।
[৩] শুরুটা করেন রোহিত শর্মাকে শূন্য রানে বিদায় করে। ম্যাচে নিজের প্রথম বলেই এলবিডব্লিউ হন রোহিত। আর নিজের দ্বিতীয় ওভারে কেএল রাহুলকে ফিরিয়ে পাকিস্তান শিবিরকে ফের আনন্দে ভাসান আফ্রিদি। আউট হওয়ার আগে রাহুল করেন ৩ রান।
[৪] ২.১ ওভারে মাত্র ৬ রানে দুই ওপেনারকে হারিয়ে ভারত ভালই বিপদে পড়ে। পাওয়ার প্লে’র শেষ ওভারে সূর্যকুমার যাদব উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ভারতের চিন্তা আরও বাড়ান। পাওয়ার প্লেতে ভারত ৩ উইকেট হারিয়ে তুলে ৩৬ রান।
[৫] কঠিন সঙ্কটে দাড়িয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও জাদেজা লড়ে যাচ্ছেন। ১ ছক্কা ও ১ চারে ২৮ বলে ২৮ রান নিয়ে খেলছেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতে সংগ্রহ ১২.২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৮৪ রান ।