শিরোনাম
◈ ভোটারের মন জয় করতে তিন দলের ইশতেহারে জোর ◈ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান ◈ বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পরিচালক নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি ◈ নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে ৫১টি রাজনৈতিক দল, আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?  ◈ চার প্রতিষ্ঠানের নির্বাচনি জরিপে যা জানা গেল ◈ ‌সে‌প্টেম্ব‌রে এশিয়ান গেমসে দেখা যাবে ভারত–পাকিস্তান লড়াই?‌ ◈ যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করল ইরান ◈ ইএফএল কাপে চেল‌সি‌কে হা‌রি‌য়ে ফাইনালের পথে আর্সেনাল ◈ আজও ঢাকার তিন গুরুত্বপূর্ণ স্থানে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি ◈ হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ পরিশোধ করেছেন, মামলা নিষ্পত্তির নির্দেশ

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৬ অক্টোবর নুরের দলের আত্মপ্রকাশ

শিমুল মাহমুদ: [২] আগামী ২৬ অক্টোবর ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন এ দলের নেতৃত্বে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া । দলের পক্ষ থেকে ২১ দফা কর্মসূচিও প্রণয়ন করা হবে।

[৩] রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে নুর বলেন, আমাদের নতুন দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান করতে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তন অনুমতির জন্য পুলিশের কাছে দুবার আবেদন করেছি। কিন্তু এখনো পুলিশ আমাদের অনুমতি দেয়নি। তবে, আমরা সেদিনই দল ঘোষণা করব।

[৪] নতুন দল গঠনের প্রসঙ্গে নুর জানান, বাংলাদেশ গণ অধিকার পরিষদের স্লোগান হবে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’। দল গঠনের পর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হবে। ইতোমধ্যে নিবন্ধনের বিভিন্ন শর্ত পূরণ করা হয়েছে। দলের কমিটি হবে ১০১ সদস্য বিশিষ্ট।

[৫] এ প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেন, আমরা আশা করি, পুলিশ অনুমতি দেবে। আর না দিলেও সেদিনই আমাদের নতুন দলের ঘোষণা হবে।

[৬] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুরের নতুন দলে রেজা কিবরিয়া ছাড়াও মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ূম থাকবেন। তাদেরও গুরুত্বপূর্ণ পদে রাখা হবে। তবে দলের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়ে যাচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়