শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৬ অক্টোবর নুরের দলের আত্মপ্রকাশ

শিমুল মাহমুদ: [২] আগামী ২৬ অক্টোবর ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন এ দলের নেতৃত্বে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া । দলের পক্ষ থেকে ২১ দফা কর্মসূচিও প্রণয়ন করা হবে।

[৩] রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে নুর বলেন, আমাদের নতুন দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান করতে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তন অনুমতির জন্য পুলিশের কাছে দুবার আবেদন করেছি। কিন্তু এখনো পুলিশ আমাদের অনুমতি দেয়নি। তবে, আমরা সেদিনই দল ঘোষণা করব।

[৪] নতুন দল গঠনের প্রসঙ্গে নুর জানান, বাংলাদেশ গণ অধিকার পরিষদের স্লোগান হবে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’। দল গঠনের পর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হবে। ইতোমধ্যে নিবন্ধনের বিভিন্ন শর্ত পূরণ করা হয়েছে। দলের কমিটি হবে ১০১ সদস্য বিশিষ্ট।

[৫] এ প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেন, আমরা আশা করি, পুলিশ অনুমতি দেবে। আর না দিলেও সেদিনই আমাদের নতুন দলের ঘোষণা হবে।

[৬] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুরের নতুন দলে রেজা কিবরিয়া ছাড়াও মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ূম থাকবেন। তাদেরও গুরুত্বপূর্ণ পদে রাখা হবে। তবে দলের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়ে যাচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়