শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃতু

রুবেল মজুমদার: [২] কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন; ১৭ মাস বয়সী ফারিয়ান হোসেন ও দুই বছর বয়সী মো. তামিম হোসেন।

[৩] রোববার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজালাল মজুমদার।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফারিয়ান হোসেন ও তামিম হোসেন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই হয়। নিহত তামিম হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের রাব্বি মিয়ার ছেলে। ফারিয়ান হোসেন মান্দারিয়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে।

[৫] নিহত দুই শিশুরা নানা আবু তাহের মিয়াজী ওরফে তানু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত ২০ দিন আগে তার মেয়ের ঘরের নাতি তামিম হোসেন তাদের বাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরের পর থেকে দুই শিশুকে খুজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করার পরে সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে উঠে। পরে তাদেরকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুইজনকেই মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, ফারিয়ান হোসেন তার একমাত্র নাতি। তার বাবা জাবেদ হোসেন প্রবাসী।

[৬] নিহত তামিমের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আমার একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছি। শ্বশুড় বাড়িতে এখন কি জবাব দিবো। এ কথা বলে তিনি বারবার সংজ্ঞাহীন।

[৭] স্থানীয় ইউপি সদস্য কাজী আলমগীর হোসেন জানান, দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা বিভিন্ন দিকে তাদেরকে খোঁজাখুজি করি। বিকেলে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে।

[৮] শ্রীপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজালাল মজুমদার জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়