শিরোনাম
◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃতু

রুবেল মজুমদার: [২] কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন; ১৭ মাস বয়সী ফারিয়ান হোসেন ও দুই বছর বয়সী মো. তামিম হোসেন।

[৩] রোববার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজালাল মজুমদার।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফারিয়ান হোসেন ও তামিম হোসেন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই হয়। নিহত তামিম হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের রাব্বি মিয়ার ছেলে। ফারিয়ান হোসেন মান্দারিয়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে।

[৫] নিহত দুই শিশুরা নানা আবু তাহের মিয়াজী ওরফে তানু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত ২০ দিন আগে তার মেয়ের ঘরের নাতি তামিম হোসেন তাদের বাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরের পর থেকে দুই শিশুকে খুজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করার পরে সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে উঠে। পরে তাদেরকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুইজনকেই মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, ফারিয়ান হোসেন তার একমাত্র নাতি। তার বাবা জাবেদ হোসেন প্রবাসী।

[৬] নিহত তামিমের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আমার একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছি। শ্বশুড় বাড়িতে এখন কি জবাব দিবো। এ কথা বলে তিনি বারবার সংজ্ঞাহীন।

[৭] স্থানীয় ইউপি সদস্য কাজী আলমগীর হোসেন জানান, দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা বিভিন্ন দিকে তাদেরকে খোঁজাখুজি করি। বিকেলে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে।

[৮] শ্রীপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজালাল মজুমদার জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়