রাহুল রাজ : [২] পাওয়ার প্লেতে ৪১ রান তুলে লাহিরু কুমারা বলে সানাকার হাতে নিজের ১৬ রানে ফিরে যায় লিটন। অন্যপ্রান্ত নাঈম শেখ ব্যস্ত বাংলাদেশের রানের চাকা স্বচল রাখতে। ১৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১১। নাঈম ৫৫ ও রহিম ২৮ রানে অপরাজিত আছেন।
[৩] সাকিব ১০ ও লিটন ১৬ রানে সাজ ঘরে ফেরেন।