শিরোনাম
◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ◈ হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, শুটার পালানোয় নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তারে গুরুত্ব দিচ্ছে পুলিশ ◈ আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি ◈ আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ◈ হাসনাত কি সরকারের অংশ? ভারতের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন (ভিডিও) ◈ মুস্তাফিজকে আইপিএলের মাঝপথে ‌দে‌শে ফিরতে হবে, খেল‌বেন নিউ‌জিল‌্যান্ড সি‌রিজ ◈ বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল ভারত ◈ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা ◈ পুরান ঢাকায় ভয়াবহ আগুন ◈ বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিত্রনাট্যকারের ওপর রাগে-ক্ষোভে শুটিং ছাড়লেন সাইফ-রানি

হ্যাপি আক্তার: [২] বান্টি অউর বাবলি, সুপারহিট এই ছবির সিক্যুয়েল বান্টি অউর বাবলি টু। তবে নতুন খবর হলো, বান্টি অউর বাবলি টু সিনেমার টিজার শুক্রবার প্রকাশ্যে এসেছে। এবার আর অভিষেক বচ্চন নয়, বান্টির চরিত্রে অভিনয় করবেন সাইফ আলি খান। জি নিউজ২৪

[৩] ১২ বছর পর আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সইফ আলি খান ও রানি মুখার্জি। ছবির ঘোষণার পর থেকেই এই ছবির অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। শুক্রবার প্রকাশ্যে এসেছে ছবির টিজার। সেখান থেকেই শুরু বিপত্তি।

[৪] শুরু থেকেই সবাই জানেন, বান্টির চরিত্রে দেখা যাবে সাইফকে ও বাবলির চরিত্রে দেখা যাবে রানিকে। সে অনুযায়ী কাজ শুরু করার আগে শুটিং সেটে নিজেদের মধ্যে কথা বলছিলেন তারা। কিন্তু টিজার শুটের আগেই সেখানে হাজির সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী। রানি ও সাইফকে তারা জানান, তারাই নতুন বান্টি আর বাবলি। তখনই পরিচালক বরুণের ওপর রেগে যান রানি। তিনি বলেন, ‘আমিই তো বাবলি’।

[৫] রানির কথার উত্তরে পরিচালক বলেন, আদিত্য চোপড়া বদলে দিয়েছেন চিত্রনাট্য। পরিচালকের কথা শুনে রেগে ফ্লোর ছাড়েন রানি। প্রযোজককে দেখাও করতে বলেন তাঁর সঙ্গে। তবে শুধু রানি নয়, ক্ষেপে যান সইফও। তিনি পরিচালককে ডাকেন ভ্যানে।

[৬] অন্যদিকে আনন্দে আত্মহারা সিদ্ধান্ত ও শর্বরী। তাঁরা শুট করতে চায় কিন্তু বন্ধ হয়ে যায় ফ্লোরের আলো। এরপর সেট থেকে বেরিয়ে যায় সবাই।

[৭] টিজার প্রসঙ্গে ছবির বাবলি মানে রানি মুখোপাধ্যায় বলেন, 'টিজারে যা দেখানো হচ্ছে তাই আসলে ছবি বিষয়বস্তু। সারা ছবি জুড়ে শুধুই নন স্টপ এন্টারটেইনমেন্ট ও নন স্টপ কমেডি।' ছবির বান্টি সইফ আলি খানের মতে,'এই ছবি অনেকটা ইঁদুর বিড়ালের খেলার মতো। এখানে দুটো কাপলের গল্প রয়েছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে চিত্রনাট্য।' আগামী ১৯ নভেম্বর মুক্তি পেতে চলেছে 'বান্টি অউর বাবলি টু'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়