রাজু চৌধুরী : [২] সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে হামলার চেষ্টা হওয়া ঐতিহ্যবাহী জেএম সেন হল পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
[৩] বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের সঙ্গে তাঁর বাসভবনে এবং চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে তাদের কার্যালয়ে মতবিনিময় করেন।
[৪] এই সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বলেন, শুধু প্রশাসন দিয়ে শতভাগ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করাটা খুবই কঠিন। সরকার শতভাগ সচেষ্ট আছে। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বিচারিক প্রক্রিয়ার মধ্যে দীর্ঘসূত্রতা আছে। বিচারিক প্রক্রিয়ার বাইরে যাওয়া সম্ভব নয়। এই দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছিল ২১ বছর পর। সরকারের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ও হয়েছে।
[৫] নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে আমরা সম্প্রীতি ও শান্তির সমাবেশ করছি। প্রতিটি সম্প্রদায়ের মধ্যে একটি শান্তিপূর্ণ বোঝাপড়া যদি না থাকে, তাহলে এখানে দীর্ঘমেয়াদে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাটা কঠিন। দেশের যেকোনো মানুষ সংক্ষুব্ধ হয়ে আন্দোলন করতে পারেন, সেটা মানুষের গণতান্ত্রিক অধিকার। সংক্ষুব্ধ সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। সংক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক, সেটা অস্বাভাবিক কিছু নয়। আমাদের সরকার ক্ষমতা থাকাবস্থায় অপরাজনৈতিক শক্তি কাজটি করছে, আমরাও সংক্ষুব্ধ। আমাদের দল থেকে সংক্ষুব্ধ।