শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৩:৫৫ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৯:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষ জনশক্তি গড়তে ডিগ্রির পাশাপাশি নানা ব্যবস্থা গ্রহণ করছি: শিক্ষা মন্ত্রী

শরীফ শাওন: [২] শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিক-নির্দেশনা এবং পরামর্শে অনার্স ডিগ্রির পাশাপাশি নানা ব্যবস্থা গ্রহণ করছি, যাতে আপনারা দক্ষতা নিয়ে গড়ে উঠতে পারেন। দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারেন।

[৩] বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

[৪] দীপু মনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স কোর্সের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, শিক্ষার্থীরা যাতে নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারেন। তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেরা যেন উদ্যোক্তা হতে পারেন, কিংবা কর্মসংস্থানের জন্য দেশ-বিদেশে যে সুযোগ তৈরি হয়, তা গ্রহণ করতে পারেন, এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

[৫] নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা এই কোভিডের সময় অনলাইন এবং সরাসরি ক্লাস শুরু করতে যাচ্ছেন। এখন অনেক চ্যালেঞ্জ। আপনাদের অনেক নতুন স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে হবে। সেজন্য সরকার এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের পাশে আছে।

[৬] জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, শিক্ষকদের সঙ্গে শ্রেণিকক্ষে, অনলাইনে সর্বত্র প্রশ্ন করার অভ্যাস যেমনি গড়ে তুলতে হবে, তেমনি নিজেদের মধ্যেও পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। এসময় তিনি স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত ও অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়