নিজস্ব প্রতিবেদক: [২] বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের বিপক্ষে ২৬ রানে জয় ও বৃহস্পতিবার (২১ অক্টোবর) পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে উড়িয়ে দিয়ে গ্রুপ বি’ থেকে রানার্সআপ হয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে বাংলাদেশ। লাল-সবুজদের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আর চ্যাম্পিয়ন স্কটল্যান্ড পাচ্ছে- ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে।
[৩] শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সুপার টুয়েলভ পর্ব। ম্যাচটি হবে ২৪ অক্টোবর বিকাল ৪টায়। ২৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নামবে টাইগাররা। ২৯ অক্টোবর উইন্ডিজ আর ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে মাহমুদউল্লার দল। এছাড়া সুপার টুয়েলভের সবশেষ ম্যাচে ৪ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে বিকাল ৪টায়।