মো.রাইসুল ইসলাম : [২] বাঙালির প্রাণের খেলা হা-ডু-ডু তবে নানা প্রতিবন্ধকতায় জাতীয় এই খেলার বিচারণ আজ সংকীর্ণ সেই পরিস্থিতির উত্তরণ ঘটাতে আর নতুন প্রজন্মের কাছে খেলাটির জনপ্রিয়তা বাড়াতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া অনুষ্ঠিত হয়ে গেল প্রীতি হা-ডু-ডু প্রতিযোগিতা।
[৩] বৃহস্পতিবার ( ২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এ প্রতিযোগিতার। খেলোয়াড়দের কৌশল ও দর্শকের উপস্থিতিতে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ।
[৪] খেলাটির আয়োজক কমিটি জানান, বর্তমানের যদি এই নতুন প্রজন্মকে বলা হয় হা-ডু-ডু খেলার নিয়ম সম্পর্কে তারা কেউ বলতে পারবেনা। প্রত্যেক এলাকায় যদি এমন উদ্যোগ নিয়ে নিয়মিত খেলাটি আয়োজন করা হয় তাহলে ঐতিহ্যবাহী এই খেলাটি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা পাবে সেই সাথে আমরা পাব হারিয়ে যা ঐতিহ্য। প্রীতি হা-ডু-ডু ম্যাচটি নান্দিনা কামালিয়া সাথে তুমুল লড়াই শেষে পাইকোশা কাবাডি টিম বিজয় অর্জন করে। সম্পাদনা: জেরিন আহমেদ