শিরোনাম
◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত? ◈ ইসির চিঠিতে ‘আমজনতার দল’-এর নিবন্ধন না দেওয়ার নয় কারণ প্রকাশ ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ‌কে ৩ রা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ সমতায় নিউ‌জিল‌্যান্ড  ◈ এবার কোচ হ‌য়ে জাতীয় দলের ড্রেসিং রু‌মে রোমাঞ্চিত আশরাফুল ◈ ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে : তারেক রহমান ◈ পদ না ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে যা জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ১১:৩০ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন, বাংলাদেশ রার্নাসআপ

স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের খেলায় গ্রুপ বি থেকে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর টানা দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সুপার টুয়েলভে খেলার টিকিট পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। ওমানকে হারিয়ে তিন জয়ে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে স্কটল্যান্ড।

রানার্সআপ হওয়ায় বাংলাদেশ টুয়েলভে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং বাছাই পর্বের এ গ্রুপের চ্যাম্পিয়নদের।

২৩ অক্টোবর আবুধাবিতে বিকেল ৪টায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই। রাত ৮টায় দুবাইতে মাঠে নামবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

পরদিন ২৪ অক্টোবর শারজাহতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম পর্বে এ গ্রুপের খেলা শেষ না হওয়ায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঠিক হয়নি। তবে বাংলাদেশের শ্রীলঙ্কাকে পাওয়ার সম্ভাবনা বেশি। ২৭ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশের প্রতিপক্ষ ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২৯ অক্টোবর একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

২ ও ৪ নভেম্বর বাংলাদেশের দুই প্রতিপক্ষ যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ম্যাচগুলো হবে আবুধাবি ও দুবাইয়ে। সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর মূল আসরে কোনো ম্যাচ জিতেনি বাংলাদেশ। মাহমুদউল্লাহরা পারবেন তো ইতিহাস পাল্টাতে।

রাইজিং বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়