শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০১:৪৫ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাপুটে জয়ে আইরিশদের হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : [২] আজকের ম্যাচে জয় পাওয়ায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দলটি। বুধবার (২০ অক্টোবর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আইরিশরা। ব্যাট করতে নেমে শুরুতেই আইরিশদের বোলিং তোপে পড়ে লঙ্কানরা।

[৩] প্রথম ম্যাচেও এমনটা ঘটেছিল, নামিবিয়ার দেওয়া মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ নড়বড়ে হয়ে পড়েছিল শ্রীলঙ্কা। সেটা ঘটল আজও। ইনিংসের ১০ বল যেতেই ৮ রানে হারায় ৩ উইকেট। সেই বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেছেন পাথুম নিশাঙ্কা আর হাসারাঙ্গা ডি সিলভা। দুজন মিলে ১৩.৩ ওভার খেলে ১২১ রান যোগ করেছেন। শেষ পর্যন্ত ১৬তম ওভারে এসে এই জুটিটি ভাঙেন মার্ক এডায়ার, ব্যাকওয়ার্ড পয়েন্টে হাসারাঙ্গাকে বানান ক্যাচ। ৪৭ বলে ১০ বাউন্ডারি আর এক ছক্কায় গড়া হাসারাঙ্গার ইনিংসটি ছিল ৭১ রানের। জুটির অপর সঙ্গী নিশাঙ্কা সাজঘরে ফেরেন ১৯তম ওভারে, লিটলের চতুর্থ শিকার হয়ে। ৪৭ বলে ৬ চার আর এক ছক্কায় নিশাঙ্কা করেন ৬১ রান। শেষদিকে অধিনায়ক দাসুন শানাকার ১১ বলে ২১ রানের হার না মানা ইনিংসে ৭ উইকেটে ১৭১ রান পর্যন্ত গেছে লঙ্কানরা।

[৪] দাপুটে বললেও কোচ মিকি আর্থার, আর তার স্টাফদের জন্য যে স্বস্তি বয়ে আনবে না, তা বলাই বাহুল্য। টানা দুই ম্যাচেই যে দলের টপ অর্ডার ব্যর্থ হয়েছে! ফিল্ডিংও ছিল তথৈবচ। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সেটাই যথেষ্ট থেকেও বেশি প্রমাণিত হয়েছে আজ।

[৫] আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল জশ লিটলই। ৪ ওভারে ২৩ রান দিয়ে এই পেসার নেন ৪টি উইকেট।

[৬] জবাব দিতে নেমে শুরু থেকেই উইকেট খুইয়েছে আইরিশরা। ওভারপ্রতি সাড়ে আট রান তাড়া করতে বড় ইনিংস প্রয়োজন ছিল দলটির, কেভিন ও ব্রায়েন, পল স্টার্লিংরা সে প্রয়োজন মেটাতে পারলেন কই? প্রতিরোধ যা গড়েছিল দলটির চতুর্থ উইকেট জুটি, কার্টিস ক্যাম্পারকে সঙ্গে নিয়ে অধিনায়ক অ্যান্ড্রিউ বালবার্নি তুলেছিলেন ৫৩ রান।

[৭] তবে ইনিংস মেরামত করতে গিয়ে আস্কিং রেট বাড়ছিল চড়চড় করে, সে চাহিদা মেটাতে গিয়ে ভাঙল এ জুটি। পরের গল্পটা লঙ্কানদের জন্য 'জলবৎ তরলং'ই ছিল, স্পিন আক্রমণে আইরিশদের গলা চেপে ধরে শেষ ১৬ রানে তুলেছে ৭ উইকেট। তাতে ৭০ রানের জয় আর সুপার টুয়েলভের টিকিটও ঝুলিতে পুরে ফেলে শ্রীলঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়