শিরোনাম
◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা ◈ শোকবইয়ে স্বাক্ষর কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের, সবার আগে চীনের রাষ্ট্রদূত ◈ খালেদা জিয়ার আমলের অর্থনৈতিক সংস্কার: যেসব কারণে স্মরণীয় হয়ে থাকবেন তিনি ◈ দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৯:৫২ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁয়ের হরিপুরের ছয় ইউপিতে চেয়ারম্যান পদে ৩০ মনোনয়নপত্র জমা

আনোয়ার হোসেন: [২] দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল গত রোববার। এদিন পর্যন্ত ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছয় ইউপিতে চেয়ারম্যান পদে ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ আসনে ২২৬ জন ও সংরক্ষিত আসনে ৭৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

[৩] উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১ নম্বর গেদুরা ইউনিয়নে মো. আ. হামিদ (আ. লীগ), স্বতন্ত্র হিসেবে বোরহান উদ্দিন, তোফাজুল হোসেন, জহিরুল ইসলাম, ইমরান আলী, তরিকুল ইসলাম ও ইউনুস আলী মনোনয়ন জমা করেন। সংরক্ষিত ১২জন ও সাধারণ ৪০জন।

ক) ২ নম্বর আমগাঁও ইউনিয়নে আ.লীগের পাভেল তালুকদার ও স্বতন্ত্র হিসেবে হবিবর রহমান চৌধুরী ও ইসমাইল হোসেন মনোনয়ন জমা দেন। সংরক্ষিত ১৩জন ও সাধারণ ৩৩জন।

খ) ৩ নম্বর বকুয়া ইউনিয়নে আ.লীগের আবু তাহের ও স্বতন্ত্র হিসেবে আবুল কাশেম বর্ষা মনোনয়ন জমা দেন। সংরক্ষিত ৯জন ও সাধারণ ৩৩জন।

গ) ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নে আ.লীগের অনিল চন্দ্র দাস, জাতীয় পার্টির খুরশীদ আলম সরকার ও স্বতন্ত্র হিসেবে ফইজুর রহমান কাদেরী, মনতাজ আলী, হাফিজ উদ্দিন এবং আহসান হাবীব চৌধুরী মনোনয়ন জমা দেন। সংরক্ষিত ১৪জন ও সাধারণ ৪০জন।

ঘ) ৫ নম্বর হরিপুর ইউনিয়নে আ.লীগের গোলাম মোস্তফা ও স্বতন্ত্র হিসেবে নজরুল ইসলাম, আতাউর রহমান ও রফিকুল ইসলাম মনোনয়ন জমা করেন। সংরক্ষিত ১৩জন ও সাধারণ ৩৮জন।

ঙ) ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নে আ. লীগের আব্দুর রহিম ও স্বতন্ত্র হিসেবে রফিজুল ইসলাম, মনোয়ার হোসেন, মোহেববুল হক, শাহজাহান, আব্দুর রাজ্জাক, আজিজুর রহমান ও করিমুল হক মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত ১৩জন ও সাধারণ ৪২জন।

[৪] নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র বাছাই ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১১নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়