শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৯:৫২ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁয়ের হরিপুরের ছয় ইউপিতে চেয়ারম্যান পদে ৩০ মনোনয়নপত্র জমা

আনোয়ার হোসেন: [২] দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল গত রোববার। এদিন পর্যন্ত ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছয় ইউপিতে চেয়ারম্যান পদে ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ আসনে ২২৬ জন ও সংরক্ষিত আসনে ৭৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

[৩] উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১ নম্বর গেদুরা ইউনিয়নে মো. আ. হামিদ (আ. লীগ), স্বতন্ত্র হিসেবে বোরহান উদ্দিন, তোফাজুল হোসেন, জহিরুল ইসলাম, ইমরান আলী, তরিকুল ইসলাম ও ইউনুস আলী মনোনয়ন জমা করেন। সংরক্ষিত ১২জন ও সাধারণ ৪০জন।

ক) ২ নম্বর আমগাঁও ইউনিয়নে আ.লীগের পাভেল তালুকদার ও স্বতন্ত্র হিসেবে হবিবর রহমান চৌধুরী ও ইসমাইল হোসেন মনোনয়ন জমা দেন। সংরক্ষিত ১৩জন ও সাধারণ ৩৩জন।

খ) ৩ নম্বর বকুয়া ইউনিয়নে আ.লীগের আবু তাহের ও স্বতন্ত্র হিসেবে আবুল কাশেম বর্ষা মনোনয়ন জমা দেন। সংরক্ষিত ৯জন ও সাধারণ ৩৩জন।

গ) ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নে আ.লীগের অনিল চন্দ্র দাস, জাতীয় পার্টির খুরশীদ আলম সরকার ও স্বতন্ত্র হিসেবে ফইজুর রহমান কাদেরী, মনতাজ আলী, হাফিজ উদ্দিন এবং আহসান হাবীব চৌধুরী মনোনয়ন জমা দেন। সংরক্ষিত ১৪জন ও সাধারণ ৪০জন।

ঘ) ৫ নম্বর হরিপুর ইউনিয়নে আ.লীগের গোলাম মোস্তফা ও স্বতন্ত্র হিসেবে নজরুল ইসলাম, আতাউর রহমান ও রফিকুল ইসলাম মনোনয়ন জমা করেন। সংরক্ষিত ১৩জন ও সাধারণ ৩৮জন।

ঙ) ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নে আ. লীগের আব্দুর রহিম ও স্বতন্ত্র হিসেবে রফিজুল ইসলাম, মনোয়ার হোসেন, মোহেববুল হক, শাহজাহান, আব্দুর রাজ্জাক, আজিজুর রহমান ও করিমুল হক মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত ১৩জন ও সাধারণ ৪২জন।

[৪] নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র বাছাই ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১১নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়