শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৯:৪৬ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

আবু হাসাদ: [২] রাজশাহীর পুঠিয়ায় ভালোবেসে বিয়ে করেও ঘর বাঁধতে পারছে না পম্পা রাণী দাস (২১) নামের এক তরুণী। স্ত্রীর স্বীকৃতির দাবিতে পাঁচদিন ধরে স্বামী পার্থ কুমারের বাড়ির ঘরের দরজায় বসে অনশন করছে।

[৩] কলেজ ছাত্রী পম্পা রানী কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তৈয়ব খাঁ গ্রামের হাইস্কুল শিক্ষক মৃণাল কান্তি রায়ের মেয়ে। পম্পা তার স্বামীর বাড়িতে আসার পর তার স্বামীর পরিবারের লোকজন বাড়ি তালাবদ্ধ করে গা ঢাকা দিয়েছেন বলে প্রতিবেশী কলেজ শিক্ষক তপন কুমার দাস জানান।

[৪] পম্পা রানী জানান, পুঠিয়া উপজেলার শিবপুর হাটের পল্লী চিকিৎসক স্বপন কুমার দাসের ছেলে পার্থ কুমার দাসের সাথে ফেসবুকের পরিচয় ঘটে চার বছর আগে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। তিন বছর আগে তার কাকার বাড়িতে বিয়ে হয় তাদের। পার্থ বাড়িতে ফোন করে তার বাবা-মাকে আসতে বললে তারা না আসায় আমার পরিবারে লোকজন আমরা বিয়ে সম্পন্ন করি।

[৫] এর কিছুদিন পর তার মা-বাবা আমাদের বাড়িতে আসে। আমি কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে অনার্স তৃতীয় বর্ষ ও পার্থ রংপুর শহরে প্রাইম ম্যাটস্ এ পড়ালেখা করে। আমাদের পড়াশোনা করতে হবে এবং পরে অনুষ্ঠান করে আমাকে তার বাড়িতে নিয়ে আসবে বলে তারা চলে আসেন। এরপর পার্থর পরিবার আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। আমি বেশ কয়েকবার আসলেও তারা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। আমাকে স্ত্রীর স্বীকৃতি না দেয়া পর্যন্ত আমি বাড়ি ফিরে যাবো না।

[৬] গত বুধবার পার্থর বাড়িতে আসলে তার মা, দিদি ও কাজের মেয়ে মারধর করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। পরে ৯৯৯ এ কল করলে পুঠিয়া থানা থেকে পুলিশ এসে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য বলেন।

[৭] এলাকার মাতব্বর বয়েন প্রামাণিক জানান, বুধবার সকালে মেয়েটি স্বামীর বাড়িতে আসার পর পার্থর বাড়ির লোকজন তাকে মারধর করে বের করে দেন। তার অবস্থা বিবেচনা করে রাত দশটার দিকে আমার বাড়িতে আশ্রয় দেই। গত দুইদিন থেকে মেয়েটি পার্থর পিসির বাড়িতে আছেন। পার্থর পিসি বানেশ্বর সরকারি কলেজের সাবেক অধ্যাপিকা জানান, এদের বিয়ে হয়েছে। মানবিক কারণে বাড়িতে রেখেছি। মেয়েটি আসার পর থেকে বাড়ি তালাবদ্ধ করে পার্থরা সবাই পালিয়ে গেছে।

[৮] এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, তারা দুই পক্ষই কুড়িগ্রামের রাজারহাট থানায় মামলা করেছে বলে শুনেছি। তাই এই বিষয়ে আমাদের কিছু করার নেই। তবে স্থানীয় ভাবে মীমাংসা করার জন্য বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়