মাহিন সরকার : [২] জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২১-২২ মৌসুমের খেলা শুরু হয়েছে রোববার (১৭ অক্টোবর)। উদ্বোধনী দিনে দ্বিতীয় স্তরের খেলায় দাপট দেখিয়েছেন বোলাররা।
[৩] কক্সবাজারে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের ম্যাচে প্রথম ইনিংসে ২৩৯ রান জড়ো করেছে ঢাকা মেট্রো। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। এক প্রান্ত আগলে রাখেন সাদমান ইসলাম। তার বিদায়ের পর মোহাম্মদ শরিফউল্লাহ ছাড়া কেউই ভালো করতে পারেননি।
[৪] ১৪৫ বলের মোকাবেলায় ৭টি চার ও ১টি ছক্কায় ৭৫ রান করেন সাদমান। ১০১ বলে ৫৯ করেন শরিফউল্লাহ। বরিশালের পক্ষে স্পিনার তানভীর ইসলাম একাই শিকার করেন ৬টি উইকেট। এছাড়া ৪টি উইকেট শিকার করেন কামরুল ইসলাম রাব্বি। দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করবে বরিশাল।