শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে ৪ ইউপিতে চেয়ারম্যান পদে ২৮ জনের মনোনয়নপত্র দাখিল

জাহাঙ্গীর লিটন : [২] দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার পর্যন্ত লক্ষ্মীপুরে ৪ ইউপিতে চেয়ারম্যান পদে ২৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৬ জন ও সাধারণ সদস্য পদে ১৮৬ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।

[৩] এসব ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ছাড়াও বিএনপি-জামায়াতসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

[৪] নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে জেলার কমলনগর উপজেলার চরমার্টিন, চর কাদিরা ও চর লরেন্স এবং রামগতি উপজেলার চরগাজী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ অক্টোবর, ২১ তারিখ যাচাই বাছাই, ২৬তারিখে প্রত্যাহার, ২৭ তারিখ প্রতীক বরাদ্ধের দিন ধার্য করে কমিশন।

[৫] মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রামগতির চরগাজী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে আওয়ামীলীগ সমর্থিত তাওহীদুল ইসলাম সুমন, বিদ্রোহী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য সাইফুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম, আওয়ামীলীগের কর্মী সোহেল আহমদ ও ইসলামী আন্দোলনের আবুল কালাম মনোননয়নপত্র দাখিল করেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন মনোননয়নপত্র দাখিল করেছেন।

[৬] এদিকে কমলনগরের চরমার্টিনে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্যপদে ৪৭ জন মনোননয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ইউছুফ আলী মিয়া, বিদ্রোহী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সাবেক যুবলীগ নেতা আনিসুর রহমান হৃদয়, বিএনপি’র ইউনিয়ন সভাপতি ডা. আলী আহমদ, জেএসডি’র উপজেলা সভাপতি বাবুল মুন্সি, একই দলের সদস্য মাকছুদুর রহমান মানিক ও জামায়াত নেতা ইব্রাহীম খলিলসহ ১১জন মনোননয়নপত্র দাখিল করেন।

[৭] চরলরেন্স ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নুরুল আমিন মাষ্টার ও স্বতন্ত্র হিসেবে সোলায়মান চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন। এ ইউপিতে সংরক্ষিত মহিলা সদস্য ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন মনোননয়নপত্র দাখিল করেন।

[৮] চর কাদিরা ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, আওয়ামীলীগের নুরুল ইসলাম সাগর, বিদ্রোহী হিসেবে জেলা কৃষকলীগের সহ-সভাপতি আশ্রাফ উদ্দিন রাজন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সফিক উল্লাহ, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ, বিএনপি’র ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি হোসেন হাওলাদারসহ ৯জন । এছাড়া এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন মনোননয়নপত্র দাখিল করেন বলে জানা যায়।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়