শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার ৪

এইচ এম মিলন: [২] কুমিল্লায় কোরআন অবমাননার জের নিয়ে মাদারীপুরের কালকিনিতে তৌহিদী জনতার পুলিশের উপর হামলা মামলায় ৪জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ শনিবার দুপুরে ব্যাপক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্নস্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

[৩] পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, পৌর এলাকার ভুরঘাটা বাসস্টান্ডে গত শুক্রবার আসর নামাজ শেষে তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পুলিশ সাম্প্রদায়িক উস্কানিমুলক শ্লোগান মিছিলে বন্ধ করার নির্দেশ দেয়। এ নির্দেশ উপেক্ষা করে মিছিল চলতে থাকে। এক পর্যায় থানা পুলিশ ফাঁকা গুলি ছোড়েন। এসময় তৌহিদী জনতা ও পুলিশের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে গুরুতর আহত হন থানার ওসি (তদন্ত) মো. নাসিরউদ্দিনসহ দুই পুলিশ সদস্য।

[৪] পরে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসাপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে অর্ধশতাধিক লোকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আজ শনিবার কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেলের নেতৃত্বে থানার এসআই হাসিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ জন হামলাকারীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো সাদ্দাম, রশিদ, মস্তফা ও রবিউল।

[৫] এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাত রাসেল বলেন, পুলিশের কাজে বাঁধা প্রদান ও সংঘর্ষেও ঘটনায় ৫০জনকে আসামি করে মামলা করা হয়। এ মামলার ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়