স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশের জয় একমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে। এবার তরুণ নির্ভর দল নিয়ে সেই আক্ষেপ গুছানোর সুযোগ হাতছানি দিচ্ছে টাইগারদের। তবে আইসিসি বলছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন অলরাউন্ডার আফিফ হোসেন ও পেসার মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০১৮ সালে বাংলাদেশের জার্সি গায়ে আফিফের অভিষেক হয়। তবে নিয়মিত হতে পারেননি সেই সময়। সাম্প্রতিক সময়ে অবশ্য দলের অপরিহার্য সদস্য তিনি।আইসিসি
[৩] অন্যদিকে আইসিসির চোখে বাংলাদেশের কী প্লেয়ার হবেন মোস্তাফিজুর রহমান। সর্বশেষ ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজ ৬.৪৯ ইকোনমি ও ১৪.৭০ গড়ে শিকার করেছেন ২৪টি উইকেট। ক্রিকবাজ, সম্পাদনা: রাহুল রাজ।