শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০১:৩৪ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. এমদাদুল হক: পরিশ্রম না করলে খাবো কী-তা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়!


ড. এমদাদুল হক : পরিশ্রম না করলে খাবো কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটির মধ্যে যে উত্তর লুকিয়ে আছে তাতে গুরুত্বের কিছু নেই। প্রশ্নটি উত্তর দিচ্ছে: আনন্দের জন্য কাজের প্রয়োজন নেই, খাদ্য জোগানের জন্যই কাজের প্রয়োজন। প্রয়োজন খুবই কম। একজন মানুষের যে পরিমাণ খাদ্য প্রয়োজন তা উৎপাদন করতে দৈনিক দু’ঘণ্টা পরিশ্রম করাই যথেষ্ট। অনেকেই প্রয়োজন ও বাসনার পার্থক্য বোঝে না।

তৃষ্ণা নিবারণের জন্য জল প্রয়োজন কিন্তু ওয়াইন, বিয়ার, কোকাকোলা, কফি, চা ইত্যাদি প্রয়োজন নয়, বাসনা। ক্ষুধা নিবারণের জন্য খাদ্য প্রয়োজন কিন্তু বার্গার, পিজা, চকলেট, কাচ্ছি, লাচ্ছি প্রয়োজন নয়, বাসনা। শীত নিবারণের জন্য বস্ত্র প্রয়োজন কিন্তু কুমির মার্কা, পাণ্ডা মার্কা, নাইকি মার্কা বস্ত্র প্রয়োজন নয়, বাসনা। সুতরাং ক্ষুধার নিবৃত্তি অতি পরিশ্রমের মূল কারণ নয়, বাসনা পূরণ করাই অতি পরিশ্রমের মূল কারণ। প্রয়োজনের সীমা আছে কিন্তু বাসনার সীমা নেই। প্রয়োজন মেটানো সম্ভব, কিন্তু বাসনা মেটানো কখনো সম্ভব নয়।

সুতরাং পরিশ্রম না করলে খাবো কী? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। প্রশ্ন হলো তোমার বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, যে পরিমাণ অর্থ তুমি সঞ্চয় করে রেখেছো তা সারাজীবনেও খেয়ে শেষ করতে পারবে না। তবে তুমি কাজ করছো কেন? কার জন্য? তুমি ক্ষুধা নিবারণের জন্য কাজ করছো না। তুমি কাজ করছো বাসনা পূরণের জন্য, তুমি কাজ করছো কারণ, কাজ ছাড়া জীবন তোমার কাছে বোঝা, তুমি কাজ করছো কারণ, তুমি খেলতে পারো না, আঁকতে পারো না, গাইতে পারো না, নাচতে পারো না, লিখতে পারো না, পড়তে পারো না, বিশ্রাম নিতে পারো না। তুমি কাজ করছো কারণ তোমার একমাত্র নির্মুক্তি হলো কাম, কাম মানে পরিশ্রম, আহার, নিদ্রা, মৈথুন। ঊসফধফঁষ যয়-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়