শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ১২:৪১ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে রাজধানীতে শারদোৎসব উদযাপন হচ্ছে : ডিএমপি কমিশনার

মাসুদ আলম : [২] বুধবার সন্ধ্যায় পূজা মণ্ডপ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে মোহাঃ শফিকুল ইসলাম বলেন, আমি মঙ্গলবার বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ স্থানীয় জনগণ নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এক সময় আমাদের এ দেশে এগার হাজার থেকে সাড়ে এগার হাজার পূজা হতো, কিন্তু গত তিন বছরে এ সংখ্যা বেড়ে এখন প্রায় ৩২ হাজার হয়েছে। আর তা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেচ্ছা ও পুলিশি নিরাপত্তা জোড়দার করার কারণে।

[৩] তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা ঢাকা শহরের প্রতিটি মন্ডপে পুলিশ ফোর্স মোতায়েন করেছি এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। আপনার নিরাপত্তায় সবসময় আমরা পাশে আছি”।

[৪] ডিএমপি কমিশনার বলেন, অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের যে স্বপ্ন জাতির পিতা আমাদের দেখিয়েছিলেন, প্রধানমন্ত্রী যে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, আমরাও সেই অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে কাজ করে যাচ্ছি।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে বাঙালী, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। মানুষ হিসেবে আমাদের পার্থক্য কোথায়? আবহমানকাল থেকে আমাদের দেশে এ পূজা উদযাপন হয়ে আসছে, এজন্যই তো এটা সার্বজনীন। প্রত্যেকটা পূজা মন্ডপে সকলে মিলে মিশে এ পূজা উদযাপন করছে। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ।

[৫] বুধবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর হরিশ্চন্দ্র বস স্ট্রীটে বাংলাবাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি, রামকৃষ্ণ মিশন মঠ, খামার বাড়ি পূজা মন্ডপ ও বসুন্ধরা সার্বজনীন পূজা কমিটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়