মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর টিকাটুলি জয়কালী মন্দির এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মাজেদুল (২৫) নামে এক রিকশা চালক আহত হয়েছেন।
[৩] বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওয়ারী থানার উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর আলম।
[৪] এসআই জাহাঙ্গীর আলম বলেন, আহত রিকশাচালক বাবুবাজার ব্রিজ এলাকা থেকে দুই যাত্রীকে রিকশায় নিয়ে ইত্তেফাক মোড় এলাকায় আসার পথে ওই দুই যাত্রী জয়কালী মন্দিরের বিপরীত পাশে রিকশা ঠেকিয়ে রিকশা চালকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। মোবাইল না দেওয়ায় তাকে পেটের বাম পাশে ও ঊরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
[৫] এসআই আরো বলেন, জয়কালীর বিপরীতে ছিনতাইয়ের ঘটনা ওয়ারী থানা এলাকায় নয়। এ বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশ তদন্ত করে ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা করবে।
[৬] আহত মাজেদুল দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ধুলাউড়ি গ্রামের ফজর আলীর ছেলে। বর্তমানে কামরাঙ্গীর চর এলাকায় থাকেন।