শিরোনাম
◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০১:২৯ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালি হাতে ইট ভেঙে, গলায় রড বাঁকিয়ে দক্ষতা প্রদর্শন উ. কোরীয় সেনাদের (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এক প্রতিরক্ষা প্রদর্শনীতে দেশটির সৈন্যরা এমন নানা কসরত দেখিয়েছেন। যুদ্ধের এই দক্ষতা প্রদর্শনীর একটি ভিডিও মঙ্গলবার দেশটির সম্প্রচার মাধ্যমে প্রচার করা হয়েছে, যেখানে হাস্যোজ্জ্বল কিম জং উনকে দেখা যায় সৈন্যদের কসরত উপভোগ করতে। বুধবার (১৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ঢাকাপোস্ট, জাগোনিউজ

গণমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, শার্টবিহীন এক সৈন্য দু’টি কাচের বোতল ভাঙলেন একসঙ্গে, নিচে মাটিতে রাখা আরও কাচের টুকরোর সঙ্গে মেশালেন এবং শুয়ে পড়লেন সেগুলোর ওপর। বুকের ওপর পাতলা ইট রাখা হলো, সেই ইটে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে ভেঙে ফেলা হলো; কিন্তু ওই সৈন্য অক্ষত। এরপর খালি হাতে ইট ভেঙে এবং দুই সৈন্য মুখোমুখি দাঁড়িয়ে গলায় রড ঠেকিয়ে সেটি বাঁকিয়ে দেখালেন যুদ্ধের দক্ষতা।

ফরাসি বার্তাসংস্থা এএফপি বলছে, সেনাদের মধ্যে অনেকের শরীরে ছিল ইউনিফর্ম। অন্যদের ঊর্ধাঙ্গ পোশাক শূন্য। চলার পথে সামনে ইটের ওপর আঘাত করে চূর্ণবিচূর্ণ করছেন তো খালি মাথায় ভাঙছেন কংক্রিটের স্লাব।

ভিডিওতে দেখা যায়, এক সেনা লোহার পেরেকের বিছানার ওপর শুয়ে পড়ছেন, অন্য একজন তার বুকে ইট এবং গলায় ছুরি ধরছেন; আর সেসবের ওপর হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করছেন আরেক সেনা। মুহূর্তেই সব ভেঙে চুরমার হয়ে গেলেও অক্ষত সেনাকে উঠে দাঁড়াতে দেখে মুচকি হাসেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

কোরিয়ার মার্শাল আর্টের দীর্ঘ এক ঐতিহ্য আছে; যার মধ্যে রয়েছে দেশীয় খেলা তায়কোয়ান্দোও। দক্ষিণ কোরিয়ার এক জেনারেল তায়কোয়ান্দোর উদ্ভাবক; যিনি এক সময় দক্ষিণের সেনা-সমর্থিত নেতা পার্ক চুং-হির সাথে দ্বন্দ্বে জড়িয়ে বিচ্ছিন্ন হয়ে যান এবং পিয়ংইয়ংয়ে তার আসা-যাওয়া ঘন ঘন হয়ে পড়ে।

পরবর্তীতে ২০০২ সালে পিয়ংইয়ংয়ে মারা যান তিনি। এখন এই তায়কোয়ান্দোকে উত্তর কোরিয়া তার সামরিক দক্ষতার প্রতীক হিসাবে ব্যবহার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়