শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোরীয় উপদ্বীপে অস্থিতিশীলতার জন্য দায়ী যুক্তরাষ্ট্র: কিম

লিহান লিমা: [২] নিজেদের প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হুয়াসং-১৬ এর সামনে দাঁড়িয়ে মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কার্যক্রমের নিন্দা জানিয়ে বলেছেন, ‘পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটন যে ব্যবহার করছে তা শত্রুতা ছাড়া আর কিছুই নয়। আমরা কারো সঙ্গে যুদ্ধ নিয়ে কথা বলছি না। বরং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার্থে যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কাজ করছি।’

[৩]যুক্তরাষ্ট্র যে কোনো সময় উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করতে প্রস্তুত বললেও পিয়ংইয়ং বলেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ায় তার সামরিক কার্যক্রম বন্ধ না করা পর্যন্ত তারা আলোচনায় অংশ নেবে না।

[৪]সম্প্রতি উত্তর কোরিয়া তার অত্যাধুনিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রের পরীক্ষা বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ বলছে দেশটি তার পারমাণবিক চুল্লির সম্প্রসারণ করেছে। অন্যদিকে দ. কোরিয়া তাদের প্রথম সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তারা যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫কিনেছে। উত্তর কোরিয়ার হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র দ. কোরিয়ায় প্রায় সাড়ে ২৮ হাজার সৈন্য মোতায়েন করেছে। আগস্টে ওয়াশিংটন এবং সিউলের যৌথ সামরিক মহড়াকে কিম ‘যুদ্ধের প্রস্তুতি’ হিসেবে অভিহিত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়