শিরোনাম
◈ দ্রুত পোস্টাল ভোট পাঠাতে ইসির অনুরোধ, সময়সীমা বিকেল সাড়ে ৪টা ◈ জামায়াত নেতার বক্তব্যকে অপকৌশল আখ্যা, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ নাকচ বিএনপির ◈ বেতন বাড়লেও কমেনি দুর্নীতি: সিভিল সার্ভিস সংস্কারের বহু উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থতা ◈ শেখ হাসিনা যা বলেননি, কোন দুঃখও প্রকাশ করেননি! ◈ কান্না থামছে না ভাইরাল কাকলি ফার্নিচারের মালিকের, কেন দেউলিয়া হলেন? ◈ নির্বাচনে এনসিপির শীর্ষ নেতাদের প্রতিপক্ষ কারা, জিতার সম্ভাবনা কতটুকু? ◈ ঢাকার যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ র‍্যাম্প (ভিডিও) ◈ এবার ভারতকে যে বড় দুঃসংবাদ দিলো ইউরোপীয় ইউনিয়ন ◈ ১২ ফেব্রুয়া‌রির নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কীভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে? ◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ১১:১৬ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরাকে সংসদ নির্বাচন প্রাথমিক ফলাফলে মুক্তাদা আল-সাদরের দল এগিয়ে

রাশিদুল ইসলাম : [২] ‘বিদেশি প্রভাবমুক্ত একটি জাতীয়বাদী’ সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তাদা সাদর। ইরাকের জাতীয় সংসদ নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সাদরের দল সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। প্রাথমিক ফলাফলে তার দলের আসন সংখ্যা বাড়ার আভাস পাওয়া গেছে। আর সাবেক প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি দৃশ্যত শিয়া দলগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দলের নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। পারসটুডে

[৩] ইরাকের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শিয়া এবং ২০০৩ সালে সাবেক স্বৈরশাসক সাদ্দাম সরকারের পতনের পর এ বিষয়টি বেশি স্পষ্ট হয়। এরপর থেকে ইরাকের রাজনীতিতে শিয়া দলগুলো প্রাধান্য বিস্তার করে এবং তারাই এখন পর্যন্ত সরকার গঠন করে আসছে।

[৪] নির্ধারিত সময়ের বেশ আগেই রোববার ইরাকে সংসদ নির্বাচন অনুষ্ঠত হয়। ২০১৯ সালে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে সরকারের পতন হয়। রোববারের নির্বাচনে ৪১ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

[৫] প্রাথমিক ফলাফল দেখা যাচ্ছে, ৩২৯ আসনবিশিষ্টি ইরাকি পার্লামেন্টে মুক্তাদা আল-সাদরের দল এখন পর্যন্ত পেয়েছে ৭৩ আসন। সুন্নি নেতা ও সংসদ স্পিকার মোহাম্মাদ আল-হালবুসির দল প্রোগ্রেসিভ কোয়ালিশন ৩৮ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া, তৃতীয় স্থানে থাকা ‘রুল অব ল’ দল পেয়েছে ৩৭টি আসন।

[৬] ইরাকি পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকা দলের নেতা মুক্তাদা আল-সাদর ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছেন।তিনি সোমবার রাতে এক টেলিভিশন ভাষণে ‘বিদেশি প্রভাবমুক্ত একটি জাতীয়বাদী’ সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়