শিরোনাম
◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ১১:০০ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যখন তুমি ৪০ কিংবা ৫০ এবং অতঃপর

অপরাহ্ন সুস্মিতা, ফেসবুক থেকে,

যখন তুমি ৪০
---------------
১.
তোমার হাবভাবে প্রকাশ পাবে তুমি এখনও কুল
*
২.
ছোটদের সামনে পেলে কথায় কথায় বলবে; ‘ আমি যখন তোমার বয়সী ছিলাম, তখন…’
*
৩.
তখন তোমার মুড থাকবে ১৮ বছর বয়সী কিন্তু সাথে ২২ বছরের অতিরিক্ত অভিজ্ঞতা
*
৪.
বিশ্ববিদ্যালয়ের পুনর্মিলনীতে অন্যান্য বন্ধুদের তাকিয়ে নিজেকে ভাগ্যবান মনে হবে
*
৫.
আগের চেয়ে কম ঘুমালেও তোমার চলবে
*
৬.
সবাইকে কথায় কথায় বলবে; জীবন শুরু হয় চল্লিশে
*
৭.
তুমি রোম্যান্টিক হবার পরিবর্তে খরচ সাশ্রয়ী হবে ভেবে রাতে আলো নিভিয়ে দেবে
*
৮.
তুমি এমনভাবে পার্টি করবে যে তোমার প্রতিবেশীরা টেরও পাবে না
*
৯.
অনেক তরুণ তোমাকে বাসে সিট ছেড়ে দিতে চাইবে, তুমি খানিক ইতস্তত করলেও সিটে বসে পড়বে
*
১০.
চল্লিশে পা দিয়েছ মানে হলো আবার ডায়াপার পরার অর্ধেক বয়সে চলে এসেছ

--<>--

যখন তুমি ৫০
----------------
১.
হাতির পশ্চাতদেশের চাইতেও তোমার মুখে তখন বেশি ভাঁজ
*
২.
তোমার ৪০তম জন্মদিনের ছবি দেখলে তখন ৫০ এর সাথে অনেক পার্থক্য ধরতে পারবে
*
৩.
যখন তোমাকে কেউ বলবে যে তোমার দাঁতে লিপস্টিক লেগে আছে, তখন তুমি তাকে ধন্যবাদ দেবে; কারণ তোমার তখনও দাঁত আছে
*
৪.
তুমি ময়েশ্চা্রাইজার আর ছোট কৌটারটা কিনবে না, কিনবে ইয়াব্বড় এক কৌটা
*
৫.
তোমার বাজার করার ফর্দে চুলে রঙ করার সামগ্রী তখন আর বিলাস দ্রব্য নয়, তোমার অত্যাবশকীয় সামগ্রী।
*
৬.
তখন সবসময় বলতে থাকবে বয়স শুধুমাত্র একটা সংখ্যা
*
৭.
আয়নার দিকে তাকিয়ে যখন মাথার চুলে নজর পড়বে, অতীতের কথা মনে পড়বে
*
৮.
নিজেকে নিয়ে তুমি কৌতুক করবে, অন্যকে নিয়েও কৌতুক করতে পারবে
*
৯.
বেসুরো গলায় গান গাইলেও লোকজন তোমাকে কিছু বলবে না
*
১০.
উল্টাপাল্টা পোশাক পরে বেরুলেও লোকজন আর কিছু মনে করবে না, ছেলে মেয়েরাও তোমার কাছ থেকে আর বড় কোন উপহার প্রত্যাশা করবে না।
*
( বোনাস-১)
যৌবনের বৃদ্ধ বয়স হলো ৪০ আর বৃদ্ধ বয়সের যৌবন হলো ৫০

( বোনাস-২ )
*
শুরু হবে ক্রমশ:
ক. প্রথম প্রথম নিজের নাম ভুলে যাবে
খ. মানুষের নাম ও চেহারা ভুলবে
গ. জিপার লাগাতে ভুলে যাবে

ঘ. জিপার খুলতেই ভুলে যাবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়