শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৮:১৯ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাথরুম থেকে দৌড় দিলেন নিরাপত্তাকর্মী, ৫ কোটি টাকার স্বর্ণসহ শাহ আমানতে নিরাপত্তা প্রহরী আটক

সুজন কৈরী : [২] চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০টি স্বর্ণের বার নিয়ে বের হওয়ার সময় সিভিল এভিয়েশনের এক নিরাপত্তা প্রহরী আটক হয়েছেন।

[৩] আটক ব্যক্তির নাম বেলাল উদ্দিন। জব্দ স্বর্ণের দাম আনুমানিক ৬ কোটি ৬৪ লাখ বলে জানা গেছে।

[৪] শনিবার সকালে অভিযান পরিচালনা করে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দার চট্টগ্রাম বিমান বন্দর শাখা তাকে আটক করে।

[৫] শুল্ক গোয়েন্দা জানিয়েছে, শনিবার সকালে দুবাই থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-১৪৮) শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে। একইসঙ্গে প্রায় একই সময় মাসকট থেকে আসা ইউএস বাংলা এবং ওমান এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। স্বর্ণ পাচারের তথ্যে শুল্ক গোয়েন্দার কর্মকর্তা-কর্মচারীরা বিমানবন্দরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেয়ন। ওই সময় গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সিভিল এভিয়েশন অথরিটির নিরাপত্তাকর্মী বেলাল উদ্দিন এ্যাপ্রোন এলাকায় সন্দেহজনকভাবে দৌঁড় দেন। পরে শুল্ক গোয়েন্দার কর্মকতারা তাকে তাড়া করে ধরে ফেলেন।

[৬] ধরা পড়ার পরও তিনি জোর জবরদস্তি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর উপস্থিত এনএসআই কর্মকর্তাদের সহায়তায় বিমানবন্দরের অন্যান্য সংস্থার সদস্যদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে কোমরে বেল্টের নিচ থেকে ৩টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো হলুদ স্কটটেপ দিয়ে মোড়ানো ছিলো। ৩টি প্যাকেটে মোট ৮০টি স্বর্ণবার পাওয়া যায়। মোট ওজন ৯ কেজি ২৮ গ্রাম। বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি ৬৪ লাখ টাকা।

[৭] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বেলাল শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছেন, প্যাকেটগুলো টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ছিলো। সেখান থেকে তিনি নিয়ে আসেন। স্বর্ণবারগুলো অবৈধভাবে সরকারি শুল্ককরাদি ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে, যা বিমানবন্দর সীমানার বাইরে পাচার করা হচ্ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়