রাশিদুল ইসলাম : [২] ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন এ সংক্রান্ত বিলটিতে স্বাক্ষর করার তা আইনে পরিণত হয়েছে। এবং ক্যালিফোর্নিয়াই যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য যেখানে এধরনের আইন হল। স্পুটনিক
[৩] ২০১৭ সাল থেকে ইয়েল বিশ^বিদ্যালয় বিষয়টি নিয়ে গবেষণা করে বলছে সঙ্গীনির সম্মতি ছাড়া এধরনের কাজ চুরির শামিল। এরফলে অনাকাঙ্খিত গর্ভধারণ ও যৌনতাবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে।
[৪] নতুন এই আইনে বলা হয়েছে এধরনের কাজে শাস্তিমূলক জরিমানাসহ ক্ষতিগ্রস্তরা মামলা করতে পারবেন।
[৫] নাগরিক অধিকার এ্যাটর্নি আলেকজান্ড্রা ব্রডস্কি নতুন এ আইনকে স্বাগত জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট এ্যাসেম্বলি ওমেন ক্রিস্টিয়ানা গার্সিয়া এ আইন তৈরির জন্যে বিল আনেন।
[৬] অধিকার আদায় গ্রুপ ইরোটিক সার্ভিস বলছে এ আইন যৌনকর্মীদের খদ্দেরদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা করার সুযোগ ও ক্ষমতায়ন নিশ্চিত করবে।