শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ১১:২৭ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশরাফুল আলম খোকন: তারেক রহমান বনাম পরীমনি: আইন কি বলে!

আশরাফুল আলম খোকন, ফেসবুক থেকে:  আইনের চোখে তারেক রহমান ফৌজদারি মামলার পলাতক একজন আসামি। তিনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে আর দেশে ফেরত আসেননি। সরকার তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে সংবাদে দেখেছি।
সম্প্রতি প্রতিদিনই মিডিয়াতে কিছু সংবাদ দেখছি। বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ডিজিটালি জুম মিটিঙে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন পলাতক তারেক রহমান। মিডিয়াতে সেইসব সংবাদ ফলাও করে প্রচারও হচ্ছে।
তারা জুম মিটিংয়ে সরকার বিরোধী আন্দোলনের রূপরেখা তৈরী করছেন। সর্বশেষ গতকাল মিটিং করেছেন বিএনপি পন্থী পেশাজীবীরা। সেখানে অনেক আইনজীবীও ছিলেন। যতদূর জানি, উচ্চ আদালতের একটা রায় আছে যাতে তারেক রহমানের সংবাদ মিডিয়াতে প্রচার না হয়। কারণ তিনি পলাতক আসামি।
আইন অনুযায়ী পলাতক আসামির সাথে বৈঠকের সংবাদ মিডিয়াতে প্রচার হবার কথা না কিন্তু হরদম প্রচার হচ্ছে। তাহলে পলাতক আসামির সাথে কি প্রকাশ্যে সভাও করা যাবে ? আইন কি বলে জানিনা। আইনের ব্যতয় হচ্ছে কিনা তা আইনজ্ঞরা বলতে পারবেন। তারেক রহমানের সাথে ওই মিটিংয়েও অনেক বিজ্ঞ আইনজীবী ছিলেন।
কেউ রিট না করলে শুনেছি অনেক সময় কোর্ট স্বপ্রণোদিত হয়ে নির্দেশনা দেয়, যদি তারা দেখেন যে কোথাও অধিকার বা আইনের কোন ব্যতয় ঘটেছে। নায়িকা পরিমনির সময়ও আমরা আদালতের স্বপ্রণোদিত অগ্রণী ভুমিকা দেখেছি। আইনের ভয়ে আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী পরিমনিকে নিয়ে তটস্থ ছিলেন। কোন সময় কি নির্দেশনা আসে।
জুম মিটিং করে যদি তারেক রহমান কিংবা মিটিংয়ে অংশগ্রহনকারীরা যদি আইনের বরখেলাপ করে থাকেন নিশ্চয়ই আদালত বিষয়টি দেখবেন। তার সংবাদ প্রকাশ আইনের বরখেলাপ কিনা তাও বিজ্ঞ আদালত দেখবেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইডিতে পলাতক আসামির লাইভ বক্তব্য প্রকাশ কতটুকু আইনসম্মত তাও জানা নাই। বিজ্ঞ আদালত যা বলবেন তাই শিরোধার্য।
  • সর্বশেষ
  • জনপ্রিয়