শিরোনাম
◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:৩৫ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুব কবির মিলন: সন্তানের ভবিষ্যৎ, পিতা-মাতাই দায়-দায়িত্ব

মাহবুব কবির মিলন: সম্ভবত ১৯৮৩ সালের জুন মাসের কথা। ৭ম লং কোর্সের সমাপনী অনুষ্ঠানে গিয়েছি ভাটিয়ারি বিএমএতে। আমার এক চাচাতো ভাই এবং বন্ধুর পাসিং আউট প্যারেড। দু’জনেই আমার ব্যাচমেট। অনুষ্ঠান শেষ হতেই প্রায় সবাই দেখলাম দ্রত প্যান্ডেল ছেড়ে অফিসার্স গেস্ট হাউজের দিকে দ্রত যাচ্ছে। আমরা না বুঝেই ধিরে-সুস্থে রওয়ানা দিলাম। শুনলাম নাস্তার আয়োজন আছে। সেখানে বিশাল প্যান্ডেলের নিচে আর ঢোকা যাচ্ছে না। শুধু খেয়াল করলাম চারদিক দিয়ে টেবিলে বোধহয় নানা পদের খাবার সাজানো। সেটাই আমার জীবনে প্রথম বুফে দেখা এবং খাওয়া। তবে টেবিলের কাছে আর ভিড়তে পারছি না। অনেক চেষ্টার পর যখন একটা ধাক্কা খেয়ে এক টেবিলের কোণায় হাজির হলাম, তখন সব শেষ। একটা প্লেটে এক পিস কেক আমাকে স্বাগত জানার সুযোগ পেলো। ডানে-বাঁয়ে তাকিয়ে দেখি শূন্য টেবিল।

আমার বাঁয়ে ৭/৮ বছরের এক বাচ্চার গলার আওয়াজে তাকিয়ে দেখি ভদ্রমহিলা নিজের প্লেট, পাশে স্বামীর প্লেটে পাহাড় সমান খাবার যোগাড় করে ফেলেছেন। বাচ্চার প্লেটেরও একই অবস্থা। বাচ্চা বারবার বলছে, মামণি মামণি আমাকে এতো দিয়েছ কেন! আমি তো খেতে পারবো না, নষ্ট হবে। হোক, যা পারিস খেয়ে বাকিটা ব্যাগে নিয়ে যাবো। মায়ের উত্তর। গত সপ্তাহে ধানমন্ডিতে এক রেস্টুরেন্টে বুফে খেতে গিয়েছি। খেয়াল করলাম, অনেকের খাবার শেষে প্লেট ফেরত যাচ্ছে ভরা এঁটো খাবারসহ। মানে খেতে না পারলেও নষ্ট করে হলেও টাকা উসুল করতে হবে। খাবার শেষে গেলাম ডেজার্ট সেকশনে। কিছুই পাচ্ছি না।

আনার সঙ্গে সঙ্গেই সবাই খাবলা মেরে নিয়ে নিচ্ছে। চিপা জায়গা। এক সাইডে বিয়ে, একদিকে জন্মদিন, অন্যদিকে রিজার্ভেশন। এই চিপা খাবার জায়গা ঈদের আগে কমলাপুর স্টেশনের টিকিট কাউন্টারের মতো মনে হলো। খালি প্লেট নিয়ে চাপায়-চুপায় এক ভদ্রমহিলা আর ৮/১০ বছরের বাচ্চার পাশে এসে দাঁড়ালাম। আবার সেই ১৯৮৩ সালের কাহিনি। সামনে পিজ্জার ট্রে। আমি নেবো না, কারণ খাবার পর সেটা খাওয়া সম্ভব নয়। তাকিয়ে রইলাম। তিনি তার প্লেটে সবগুলো ইস তুলে নিলেন। বাচ্চাটি শুধু আম্মু, আম্মু করে মায়ের হাত ধরে ঝাঁকি দিয়ে বলছে, হয়েছে হয়েছে! এখানে অবশ্য ব্যাগে ভরার ইঙ্গিত আর শুনিনি। কেন বললাম এতো কথা! বাচ্চাদের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য কিন্তু পিতা-মাতাই অনেকাংশেই দায়ী। আপনি যদি সাউন্ড পারিবারিক শিক্ষা দিয়ে বাচ্চাকে ঘরের বাইরে পাঠাতে না পারেন, তবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সমাজ, রাষ্ট্র সেই গ্যাপটা আর কখনোই ফিল-আপ করতে পারবে না। যে চ...গুলো দেশের সর্বনাশ করছে, শিক্ষাটা সে পরিবার থেকেই নিয়ে এসেছে। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়