শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৮:৩৮ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে ছেলের ছুরিকাঘাতে আহত পিতার মৃত্যু, ঘাতক গ্রেপ্তার

অপু রহমান: [২] নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জের ধরে পাষান্ড ছেলের ছুরিকাঘাতে আহত পিতা বিল্লাল শেখ (৪৪) দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুকে বরণ করেন।

[৩] পুলিশ শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ মাঠপাড়া এলাকা থেকে অভিযুক্ত ঘাতক পাষন্ড ছেলে বাপ্পী শেখ (২১) কে গ্রেপ্তার করে। উপজেলার নবীগঞ্জ কদম রসুল কলেজ মাঠস্থ মুন্সীবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে ।

[৪] নিহত বিল্লাল শেখ শরিয়তপুর জেলার নড়িয়া থানার পাচক এলাকার মৃত রমিজ উদ্দিন শেখ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই হেলাল শেখ বাদী হয়ে পাষান্ড ভাতিজা বাপ্পী শেখকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

[৫] মামলা সূত্রে জানা গেছে, নিহত বিল্লাল শেখের ১ম স্ত্রী মারা যাওয়ার পর গত ৩/৪ মাস পূর্বে তিনি আমেনা বেগম নামে এক মহিলাকে বিয়ে করেন। ২য় স্ত্রী আমেনা বেগম, ছেলে বাপ্পী শেখ, মেয়ে উর্মি (১৪) ও ছোট মেয়ে নুসরাত (৫) দেরকে নিয়ে নবীগঞ্জ কদম রসুল কলেজ মাঠ সংলগ্ন মুন্সী বাড়ীতে বসবাস করে আসছে।

[৬] ঘাতক বাপ্পী তার সৎমা আমেনা বেগমের সাথে প্রায় সময় অশুভ আচরন আসছে। এ বিষয় নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবেদ ঘটে। গত ২৪ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে বাপ্পী শেখ তার সৎমা আমেনা বেগমকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

[৭] পরে আমেনা বেগমের চিৎকারের শব্দ পেয়ে তার স্বামী বিল্লাল শেখ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে সে তার পিতাকেও এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।

[৮] পরে এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢামেক হাসপাতালে প্রেরণ করেণ। পরে সেখানে র্দীঘ ১৩ দিন চিকিৎসারত অবস্থায় গত ৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় বিল্লাল শেখের মৃত্যু বরণ করে।

[৯] এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে হত্যা মামলার আসামি বাপ্পী শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়