শিরোনাম
◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৮:৩৮ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে ছেলের ছুরিকাঘাতে আহত পিতার মৃত্যু, ঘাতক গ্রেপ্তার

অপু রহমান: [২] নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জের ধরে পাষান্ড ছেলের ছুরিকাঘাতে আহত পিতা বিল্লাল শেখ (৪৪) দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুকে বরণ করেন।

[৩] পুলিশ শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ মাঠপাড়া এলাকা থেকে অভিযুক্ত ঘাতক পাষন্ড ছেলে বাপ্পী শেখ (২১) কে গ্রেপ্তার করে। উপজেলার নবীগঞ্জ কদম রসুল কলেজ মাঠস্থ মুন্সীবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে ।

[৪] নিহত বিল্লাল শেখ শরিয়তপুর জেলার নড়িয়া থানার পাচক এলাকার মৃত রমিজ উদ্দিন শেখ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই হেলাল শেখ বাদী হয়ে পাষান্ড ভাতিজা বাপ্পী শেখকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

[৫] মামলা সূত্রে জানা গেছে, নিহত বিল্লাল শেখের ১ম স্ত্রী মারা যাওয়ার পর গত ৩/৪ মাস পূর্বে তিনি আমেনা বেগম নামে এক মহিলাকে বিয়ে করেন। ২য় স্ত্রী আমেনা বেগম, ছেলে বাপ্পী শেখ, মেয়ে উর্মি (১৪) ও ছোট মেয়ে নুসরাত (৫) দেরকে নিয়ে নবীগঞ্জ কদম রসুল কলেজ মাঠ সংলগ্ন মুন্সী বাড়ীতে বসবাস করে আসছে।

[৬] ঘাতক বাপ্পী তার সৎমা আমেনা বেগমের সাথে প্রায় সময় অশুভ আচরন আসছে। এ বিষয় নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবেদ ঘটে। গত ২৪ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে বাপ্পী শেখ তার সৎমা আমেনা বেগমকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

[৭] পরে আমেনা বেগমের চিৎকারের শব্দ পেয়ে তার স্বামী বিল্লাল শেখ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে সে তার পিতাকেও এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।

[৮] পরে এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢামেক হাসপাতালে প্রেরণ করেণ। পরে সেখানে র্দীঘ ১৩ দিন চিকিৎসারত অবস্থায় গত ৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় বিল্লাল শেখের মৃত্যু বরণ করে।

[৯] এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে হত্যা মামলার আসামি বাপ্পী শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়