মাসুদ আলম : [২] গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাওন, আসাদুজ্জামান শেখ ও তার ছেলে রবিন শেখ, আলমগীর হোসেন ওরফে মিল্লাত এবং একজন কিশোর। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ঢাকার বনশ্রী, কিশোরগঞ্জ ও নরসিংদী থেকে তাদের গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।
[৩] সুজুকি জিকসার সিঙ্গেল ডিক্সের একটি বাইক বিক্রির জন্য সামাজিক যোগোযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেন এক যুবক। গত ১৬ সেপ্টেম্বর শাওন নামে এক যুবক বংশালের নবকুমার ইনস্টিটিউট মাঠে মোটরবাইকটি কিনতে আসেন। বাইকটি চেক করে দেখার কথা বলে পালিয়ে যান।
[৪] শাওন বাইকটি ৬৩ হাজার টাকায় কিশোরগঞ্জের মিল্লাতের কাছে বিক্রি করে। মিল্লাত বাইকটি ৮৭ হাজার টাকায় নরসিংদীর এক কিশোরের কাছে বিক্রি করেছে। তার কাছ থেকে বাইকটি উদ্ধার করা হয়।