শিমুল মাহমুদ: [২] শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রজভী এ কথা বলেন। তিনি বলেন, আবারো সেই পুরনো কথা, সেই সার্চ কমিটির নির্বাচন কমিশন। আরে ভাই, আপনারাই তো অবৈধ। আপনারা পদত্যাগ করেন।
[৩] রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একদিন আগে বলেছেন, আগামী নির্বাচনে বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই কেবল নিরপেক্ষ নির্বাচন হবে। এই লক্ষ্যে রাষ্ট্রপতি সবাইকে নিয়ে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই।
[৪] অসুস্থতা কাটিয়ে সাড়ে ছয় মাস পর গত বুধবার বিএনপির দপ্তরের দায়িত্বে ফিরেছেন রিজভী। তারপর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবারই প্রথম সংবাদ সম্মেলনে এলেন তিনি।
[৫] রিজভী বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে, আইন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমি স্পষ্ট করে বলতে চাই-নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো জাতীয় নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে এ সরকারকে হটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেই।