আলতাফ পারভেজ : কাজ খুঁজছে এমন শিক্ষিত তরুণ-তরুণীরা প্রায় সবাই অনেক জায়গায় দরখাস্ত করছে। এটাই স্বাভাবিক। প্রতিটি দরখাস্ত মানেই কিছু অর্থ খরচ। আছে অন্যান্য প্রস্তুতি খরচও। প্রত্যেক পরীক্ষার জন্যই আলাদাভাবে পড়ালেখা করে তৈরি হতে হয়। কিন্তু পরীক্ষা আহ্বান করা হচ্ছে ৭/৮/১০ জায়গায় একই দিন। এতে একজন চাকরিপ্রার্থী এক জায়গা ছাড়া অন্য জায়গায় পরীক্ষা দিতে পারছে না। প্রত্যেক বেকার তরুণ-তরুণী এভাবে নিয়মিত বিপুল আর্থিক ও সময়গত ক্ষতির শিকার হচ্ছে।
সম্প্রতি একই দিনে ২১টি বড় আকারের চাকরির পরীক্ষার খবরও দেখা গেলো। পরীক্ষাগুলো জাতীয়ভাবে সমন্বিত করে... ধারাবাহিকভাবে নিয়ে... এ অবস্থা কী বদলানো যায় না? শুক্রবারও একই দিনে অনেকগুলো পরীক্ষা ফেলা হয়েছে। এ ধরনের ব্যবস্থা কিন্তু কাজ খোঁজা মানুষদের প্রতি একধরনের জুলুম! এ অবস্থার এখনি প্রতিকার দরকার। সবার কথা বলা উচিত। একদিনে একটা পরীক্ষা এবং সেটা জেলা ও বিভাগীয় পর্যায়ে হওয়া জরুরি। এ মুহূর্তে চাকরিপ্রার্থীদের এটাই চাওয়া। ফেসবুক থেকে