জেরিন আহমেদ: [২] ২০২০ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত তিনবার মুক্তির তারিখ পরিবর্তন করে দীর্ঘ ছয় বছর পর বহু বাধা পেরিয়ে অাজ শুক্রবার দেশের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পাচ্ছে 'নো টাইম টু ডাই'।
[৩] যদিও এক সপ্তাহ আগে, অর্থাৎ ১ অক্টোবর বিশ্বের ৫৪টি দেশে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম দিনেই ৫৪টি দেশ থেকে আয় করেছে ১১৯ মিলিয়ন ডলার। ইউনিভার্সাল পিকচার্সের পক্ষ থেকে একাধিক গণমাধ্যমে জানানো হয়, করোনা শুরুর পর 'নো টাইম টু ডাই'-ই প্রথম ছবি, যা চীন ছাড়াই ১০০ মিলিয়ন ডলার আয় করেছে। খবর চ্যানেল আই
[ ৪] জানা গেছে, বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’। গেল সপ্তাহে যুক্তরাজ্যে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়েই চলেছে সিনেমাটি। যা দেখতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের জেমস বন্ড ভক্তরাও! এবার আসছে সেই সুযোগ!
[৩] এদিকে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে রাজধানীতে তাদের চারটি শাখাতেই দেখা যাবে ‘নো টাইম টু ডাই’। বসুন্ধরা সিনেপ্লেক্স, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস টাওয়ার এবং মিরপুরের সনি সিনেপ্লেক্স এ বিভিন্ন সময়ে দেখা যাবে সিনেমাটি।