শিরোনাম
◈ শেখ হাসিনার ‘একযোগে প্রকাশিত’ ভারতীয় সাক্ষাৎকারে প্রশ্নের ঝড়: সাংবাদিকতার নৈতিকতা নিয়ে তীব্র বিতর্ক ◈ তিন মাচ হা‌রের পর ইং‌লিশ লি‌গে জ‌য়ে ফির‌লো লিভারপুল  ◈ চীনের কাছে ৪ গো‌লে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের  ◈ কা‌রো চা‌পের মু‌খে রা‌শিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বন্ধ করবে না নয়াদিল্লি ◈ নেতানিয়াহুর ক্ষমা আবেদনের বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ ◈ সিরাজগঞ্জে রাতের অন্ধকারে রহস্যময় পরীর দেখা, এলাকায় চাঞ্চল্য ◈ শচীনকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন কোহলি ◈ যেভাবে জাতীয় মহামারিতে রূপ নিলো অর্থপাচার ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা ◈ পৃথক হলো বিচার বিভাগ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ী জেলায় অবৈধভাবে বালু উত্তোলন করাই মোবাইল কোর্টের মাধ্য‌মে ২লাখ টাকা জ‌রিমানা

‌মো. ইউসুফ মিয়া: [২] রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহর নেতু‌ত্বে ৭ অক্টোবর বৃহসপ‌তিবার দুপুর ১১টা থে‌কে শুরু ক‌রে বিকেল ৩টা পর্যন্ত রাজবাড়ীর জেলার বি‌ভিন্নস্থা‌নে অবৈধভাবে বালু উত্তোলনেরকারী‌দের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হ‌য়ে‌ছে।

[২] এ সময় পদ্মা নদীর রাজবাড়ী সদর উপ‌জেলার মিজানপুর ইউ‌নিয়‌নের গোদার বাজার থে‌কে শুরু ক‌রে বরাট ইউনিয়‌নের উড়াকান্দা এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মো. তাজুল খানকে বালুমহাল ও মাটি ব‍্যবস্থাপনা আইন, ২০১০ সা‌লের আইন অনুযায়ী মা‌লিক‌কে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয় একই সাথে বালু উত্তোলনকারীর ড্রেজার মে‌শিন জব্ধ ক‌রে অকেজো করে বালু উত্তোলন বন্ধ করা দেওয়া হ‌য়ে‌ছে। ‌

[৪] মোবাইল‌ কোর্ট পারচালনায় সহ‌যো‌গিতা ক‌রে রাজবাড়ীর সদর থানার এস আই শহিদুল ইসলামসহ ফোর্স উপ‌স্থিত ছি‌লেন।

[৫] মোবাইল কোর্ট পরিচালনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ জানান, জনস্বার্থে এ অভিযান অব‍্যহত থাকবে। রাজবাড়ীর জেলায় বি‌ভিন্নস্থা‌নে য‌দি কোন প্রকার অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোলন ক‌রে তা‌দের বিরু‌দ্ধে আমরা প্র‌তি‌নিয়ন মোবাইল কো‌র্টের মাধ্য‌মে জেল জ‌রিমানামা এবং অ‌বৈধভা‌বে পদ্মানদী‌তে যে বালু উ‌ত্তোলন কর‌বে ড্রেজার মে‌শিন জব্ধ ক‌রা হ‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়