এফ এ নয়ন: [২] টংগীতে মাদকসহ হাবিবুর রহমান (৩৪) নামে মাদককারবারকে গ্রেপ্তার করা হয়েছে।
[৩] বুধবার গভীর রাতে টংগী এরশাদ নগরে অভিযান পরিচালনা করে থাকে গ্রেপ্তার করা হয়।
[৪] এসময় এস আই শুভ মন্ডল বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয় ধ্বংস করে পরিবার ও সমাজ কে। মাদকের ভয়ংকর থাবা থেকে সমাজ কে মুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
[৫] সেই ধারাবাহিকতায় জিএমপি ডিসি অপরাধ দক্ষিন ইলতুৎ মিশ ও টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম এর সুপরিকল্পিত নির্দেশনায় এসআই আবুল কাশেমসহ আসামি হাবিবুর রহমান (৩৪), পিতা-আব্দুল কাদের, সাং-এরশাদনগর ৩নং ব্লক, থানা-টংগী পূর্ব, জিএমপি, গাজীপুর কে ১০ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার করি।
[৬] এসময় টংগী পশ্চিম থানা অফিসার ইনচার্জ শাহ্ আলম বলেন, আসামিকে মাদক মামলা দিয়ে আদালতে প্রেরন প্রক্রিয়া চলমান।