শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরের কালীগঞ্জে প্রেমিক যুগলের লাশ উদ্ধার

মাজহারুল ইসলাম: [২] নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে হৃদয় গমেজ (২৫) এবং একই উপজেলার বান্দাখোলা গ্রামের স্বপন রোজারিও’র মেয়ে ইভানা রোজারিও (২২)। হৃদয় বেসরকারি সংস্থা ব্র্যাকে চাকরি করতেন এবং ইভানা নার্সিংয়ের শিক্ষার্থী ছিলেন। বাংলা ট্রিবিউন

[৩] পুলিশের ধারণা, গলা কেটে প্রেমিকাকে হত্যার পর ওই যুবক নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছেন। স্থানীয় ইউপি সদস্য কাওসার আলম জানান, বুধবার দিবাগত রাত ১০টার দিকে ওই যুবকের বাড়ি থেকে দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ।

[৪] কালীগঞ্জ থানার এসআই আব্দুস সালাম জানান, হৃদয় ও ইভানার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বুধবার সকালে হৃদয়কে বাড়িতে রেখে তার মা ও চাচা জমি সংক্রান্ত কাজে কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে যান। সন্ধ্যার দিকে বাড়ি ফিরে হৃদয়ের মা ভেতর থেকে ঘরের দরজা-জানালা আটকানো অবস্থায় পান। অনেক ডাকাডাকি করেও হৃদয়ের কোনও সাড়া-শব্দ পাননি। তবে সেসময় ঘরের ভেতরে উচ্চশব্দে গান বাজছিল। এক পর্যায়ে প্রতিবেশীরা উঁকি দিয়ে ঘরের ভেতরে ইভানা ও হৃদয়ের লাশ পড়ে থাকতে দেখেন।

[৫] এসআই আব্দুস সালাম আরও জানান, ইভানার লাশের উপরে ছুরি হাতে হৃদয়ের লাশ পড়ে ছিল। নিহত ইভানার গলায়, ঘাড়ে ও গালে এবং হৃদয়ের পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পারিপার্শ্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে প্রেমিকা ইভানাকে ঘরে ডেকে এনে তাকে গলা কেটে ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে হৃদয়। পরে নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়