শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০২:৩৪ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলদা রায়: পূজা মানেই হলো ‘মহালয়া’!

কুলদা রায়: পূজা মানেই হলো আমাদের মহালয়া। কবে দুর্গা পূজা সেটা নিয়ে আমাদের মাথাব্যথা ছিলো না। শুধু হিসেব করা হতো কোন ভোরে মহালয়াটি হবে। সে জন্য আমাদের কিছু প্রস্তুতি ছিলো। সেটা শুরু হতো আমাদের দূর সম্পর্কের জেঠি কালিপদর মার তরফ থেকে। ভাদ্র মাসের মাঝামাঝি তিনি দুটো পাকা তাল নিয়ে আসতেন আমাদের বাড়ি। এসে আমার মাকে শুধাতেন খোকার বাবা কখন ফিরবে কাজ থেকে। বাবা ফিরতে ফিরতে রাত দশটা। সে অবধি কালিপদর মা আমাদের রান্নাঘরের বারান্দায় বসে থাকতেন। মাঝে মাঝে পান তামুক মুখে দিতেন। দুটো ডাল-ভাত খেতেন। তারপর বাবা ফিরলে তাগিদ দিয়ে বলতেন, ময়ালয়া কিন্তু চালাইও বাপধন। ভুইল্যা যাইয়োও না। বাবা ভুলতেন না। কিছুদিন ধরেই আমাদের ভাঙা রেডিওটা কাউকে ধরতে দিতেন না। ওটা গুঁড়াগাড়া কেউ ধরলে নষ্ট হয়ে যেতে পারে। এই ব্যাপারে আমাদের ঠাকুরদাও বেশ সতর্ক থাকেন। আমাদের রেডিওর ওপর চাপ কমাতে এ সময় বাইরে থেকে তিনি আকাশবাণী শুনে আসতেন। আর বাবা কাজ থেকে ফিরে নিয়মিত রেডিওর স্বাস্থ্য পরীক্ষা করতেন। কখনো একটু জোরে।

কখনো একটু আস্তে করে ভলিউম বাড়ানো কমানো করতেন। পিছনের স্ক্রু খুলে ঝাড়ামোছা করতেন। আবার মোড়ের নিখিল মিস্ত্রির কাছে পাঠিয়ে একটু সারাই করে আনতেন। কোনোভাবেই যেন মহালয়ার দিনে রেডিওটা বিগড়ে না যায়। মহালয়ার আগের দিন মা পাঁচ প্রকার শাক তুলে আনতেন। সেটা দিয়ে রাতে সুক্তো রাঁধা হতো। আর করা হতো সিঁয়োই পিঠে। আর হাঁড়িভরে হতো দিঘা ধানের পান্তা ভাত। কালিপদের মা বিকেলেই চলে আসতেন। আসতেন চেঁচানিকান্দী থেকে হীরা দিদিমা। সঙ্গে নাতিপুতি। তারা রাতে ঘুমোবে না। তারা রাত জেগে বিজয় সরকারের গান করবে। তারা এনেছে কলাপাতায় করা তালের পিঠে। নারিকেল বাড়ি থেকে মেজোমামা সন্ধ্যার আগেই এসেছে ঢেপের খই নিয়ে। ছোট পিসি নৌকায় করে রওয়ানা হয়েছে। আসতে আসতে মধ্যরাত গড়িয়ে যাবে। নিয়ে আসবে ঘরে পাতা দই। আমাদের উঠানে এর মধ্যেই খাটরা, বোড়াশী, সোনাকুড় থেকেও লোকজন এসে গেছে। পাশের বাড়ির রমেন দাদার পালা থেকে খড় এনে তারা সবাই বসেছে। বাবা জানেন কখন আকাশবাণীর বিশেষ অধিবেশন শুরু হবে ভোররাতে। তার আগেই ভল্যুম নেড়েচেড়ে পরীক্ষা করে নিচ্ছেন। কালিপদের মা খনখনে গলায় বলছেন, অ বাবা শঙ্কর, মহালয়া দিতি কিন্তু ভুইল্যা যাইও না।

সারা বচ্ছর ধইরা চাইয়া আছি। মা দু আসবে। সেইডা না শুইন্যা বাঁচি কী কইরা? আকাশবাণী স্টেশন ধরেছে। ঠাকুরদা বলে উঠছেন। চুপ চুপ। মহালয়া আইতেছে। আব্দুল হক বিএ দাদাজান নামাজ পড়ে ফিরে এসে বলছেন, আওয়াজটা একটু বাড়াইয়া দাও। বুড়া হউছি। কানে কম শুনি। এর মধ্যে ঘোষক বলছেন, মহিষারমর্দিনী। রচনা বাণীকুমার। সুর ও সংযোজনা পংকজ কুমার মল্লিক। চÐী ভাষ্য পাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। প্রথম প্রচারিত হয় ১৯৩৪ সালে ব্রিটিশ আমল থেকে। বহু বছর কেটে গেছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বুড়ো হননি। আকাশবাণীতে প্রতি বছর মহালয়া করার জন্য তাকে বুড়ো হতে নেই। সবার কান খাড়া হয়ে গেছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নান্দীপাঠ শুরু করেছেন। কালিপদের মা কপালে হাত ঠেকিয়ে প্রণাম করছেন মা দুর্গার উদ্দেশ্যে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তার সেই সামান্য নাকি কণ্ঠে অসামান্য উদাত্ত গলায় বলছেন, যা দেবী সর্ব ভ‚তেষু মাতৃ রূপেণ সংস্থিতা। ঢেউয়ের মতো কখনো তার গলা ওপরে ওঠছে।

কখনো মধ্যে নামছে। কখনো নিচু হয়ে আবার কান্নার মতো করে, ব্যাকুল হয়ে, কখনো আবদার করে, কখনো রুদ্র হয়ে তার নিজের মাকে ডাকছেন। তার ফাঁকে ফাঁকে গেয়ে ওঠছেন হেমন্ত, মানবেন্দ্র, মান্না দে, পংকজ মল্লিক, সন্ধ্যা, নির্মলা মিশ্র, বনশ্রী...। হীরা দিদিমা চর গল্পটা বোঝেন না। বুঝতেও চান না এসব শাস্ত্রকথা। তিনি দেখতে পাচ্ছেন দুর্গা নামের এক মা তার ছেলেপিলে নিয়ে অনেকদিন পরে বাপের বাড়ি আসছে। সঙ্গে আসছে পাক পাক হাঁস, একটা ময়ুর পক্ষী, ভুতুম পেঁচা, গরু-মহিষও হেলেদুলে আসছে। বনের বাঘো মামা বয়না ধরেছে সেও মামাবাড়ি আসবে। ঘরের ইঁদুরটা কোন ফাঁকে সবার আগে আগে দৌড়ে এসেছে কেউ টের পায়নি। মা কাউকেই ফেলে যাবে না। সবাইকে নিয়েই আসবে। অমৃত জ্ঞানে বাপের বাড়ির দুটো খুঁদ কুড়ো খাবে। এর চেয়ে আর কী সুখ এ জীবনে? তার মধ্যে সকাল হচ্ছে। পূব আকাশ রাঙ্গা হচ্ছে। হাওয়া জলের ওপর থেকে উড়ে আসছে। টগর ফুল ফুটেছে। তার মধ্যে বীরেন্দ্রকৃষ্ণের মহালয়া পল্লবিত হয়ে আমাদের ভাঙা রেডিও থেকে উঠানে, উঠান থেকে হালোটে, হালোট থেকে মাঠে, মাঠ থেকে ঘাটে, ঘাট ঠেকে বাঁটে পৌঁছে যাচ্ছে। কালিপদের মা বারবার বলছেন, মধুর মধুর। আমরা সিঁইয়োই পিঠে দিয়ে ঢেপের খই খাচ্ছি। দুর্গা অপুকে নিয়ে মাঠ পাড়ি দিয়ে আসছে। ঠাকুরদা মাথা নেড়ে সায় দিচ্ছেন। মধুর তোমার শেষ নাহি যে পাই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়