শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০১:৩৪ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই প্রথম মহাকাশে তৈরি হচ্ছে সিনেমা, মহাকাশ স্টেশনে পৌঁছেছেন অভিনেত্রী-পরিচালক

নিউজ ডেস্ক: পৃথিবীর বাইরে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্র নির্মাণের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন এক রাশিয়ান অভিনেত্রী এবং পরিচালক। মঙ্গলবার (৫ অক্টোবর) ১২ দিনের শুটিংয়ের জন্য আইএসএস-এ পৌঁছেছেন তারা। ঢাকা ট্রিবিউন

এর মধ্য দিয়ে টম ক্রুজ, ইলন মাস্কের স্পেসএক্স ও নাসাঘোষিত হলিউড চলচ্চিত্র “মিশন ইম্পসিবল”-কে পরাজিত করে প্রথম কোনো চলচ্চিত্র হিসেবে মহাকাশে শুটিং হচ্ছে রাশিয়ান চলচ্চিত্র “দ্য চ্যালেঞ্জ”-এর।

৩৭ বছর বয়সী অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড এবং ৩৮ বছর বয়সী পরিচালক ক্লিম শিপেনকো পূর্বনির্ধারিত সময়ে সোভিয়েত কাজাখস্তানের রাশিয়া-লিজকৃত বাইকনুর কসমোড্রোম থেকে যাত্রা শুরু করেন।

অভিজ্ঞ মহাকাশচারী এবং মহাকাশযান “সোয়ুজ এমএস-১৯”-এর ক্যাপ্টেন অ্যান্টন শাকপ্লেরভ মঙ্গলবার ব্রিটেনের সময় সন্ধ্যা ৬টা ২২মিনিটে আইএসএস-এ ল্যান্ড করেন।

মহাকাশযানের হ্যাচগুলো খোলার সঙ্গে সঙ্গেই রাশিয়ান ত্রয়ীকে স্বাগত জানান স্টেশনে উপস্থিত দুজন রাশিয়ান, একজন ফরাসি, একজন জাপানি এবং তিনজন নাসা নভোচারী।

“আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্বাগতম,” রাশিয়ান মহাকাশচারী ওলেগ নোভিটস্কি আইএসএস থেকে টুইট করে জানান।

সিনেমার প্লট এবং বাজেটের কথা পরিষ্কার করে না জানালেও এএফপি জানিয়েছে, গল্পটি একজন নারী সার্জনকে ঘিরে। যাকে আইএসএস-এ একজন মহাকাশচারীকে বাঁচানোর জন্য পাঠানো হয়।

একই সঙ্গে, ৪৯ বছর বয়সী শাকাপ্লেরভ এবং আইএসএস-এ থাকা দুই রাশিয়ান মহাকাশচারী ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলে জানা গেছে।

ক্রেমলিনভিত্তিক গণমাধ্যম ওয়ান টিভি নেটওয়ার্কের প্রধান এবং চলচ্চিত্রের সহ-প্রযোজক কনস্ট্যান্টিন আর্নস্ট এএফপিকে বলেছেন, “তারা মহাকাশ স্টেশনে পৌঁছানোর পরপরই আমার সঙ্গে কথা বলেছে। তারা শারীরিক এবং মানসিকভাবে ভালো আছে।”

কাজটি কঠিন ছিল

চলচ্চিত্রের মূল চরিত্রটির জন্য প্রায় তিন হাজার আবেদনকারীর মধ্যে থেকে নির্বাচিত হয়েছিলেন পেরেসিল্ড।

ফ্লাইটের আগে সংবাদ সম্মেলবনে তিনি বলেছিলেন, “এটি মানসিক, শারীরিক এবং আবেগের দিক দিয়ে অনেক কঠিন ছিল। কিন্তু আমি মনে করি যখন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব তখন এই চ্যালেঞ্জগুলোকে এতটা খারাপ মনে হবে না।”

শিপেনকো এবং পেরেসিল্ড, নোভিটস্কির সঙ্গে ক্যাপসুলে করে ১৭ অক্টোবর পৃথিবীতে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

নোভিটস্কি গত ছয় মাস ধরে আইএসএস-এ ছিলেন।

আর্নস্ট এএফপিকে বলেন, ফিল্ম ক্রু তাদের অবতরণের ভিডিও তৈরি করবে, যা চলচ্চিত্রেও থাকবে।

এই মিশনটি সফল হলে তা রাশিয়ার মহাকাশ ইন্ডাস্ট্রিতে “সর্বপ্রথম”-এর তালিকায় আরও একটি পালক যুক্ত করবে।

সোভিয়েত রাশিয়া প্রথম কৃত্রিম স্যাটেলাইট “স্পুটনিক” উৎক্ষেপণ করে। পরে একে একে প্রথম প্রাণী হিসেবে লাইকা নামের একটি কুকুর, প্রথম পুরুষ হিসেবে ইউরি গ্যাগারিন এবং প্রথম নারী হিসেবে ভ্যালেন্তিনা তেরেসকোভাকে কক্ষপথে পাঠিয়েছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “মহাকাশ সেই জায়গা যেখানে আমরাই অগ্রগামী, যেখানে আমরা মোটামুটি আত্মবিশ্বাসী অবস্থান বজায় রেখেছি।”

কিন্তু সোভিয়েত যুগের সঙ্গে তুলনা করলে, আধুনিক রাশিযয়ার মহাকাশ সংস্থাটি এখনও সোভিয়েত নির্মিত প্রযুক্তির ওপর নির্ভরশীল।

এছাড়া, সোভিয়েত পরবর্তী রাশিয়া দুর্নীতির কেলেঙ্কারি এবং বিফল উৎক্ষেপণসহ বেশ কয়েকটি বিপত্তিরও সম্মুখীন হয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হয়ে রাশিয়া বিশ্বব্যাপী মহাকাশ দৌড়েও পিছিয়ে পড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়