শিরোনাম
◈ ১৪ মাসে গ্রেপ্তার ফ্যাসিস্টের ৫৬,১৮৭ দোসর, ৭০ ভাগই জামিনে মুক্ত! ◈ অ‌নেক ক‌ষ্টে পরাজয় এড়ালো বায়ার্ন মিউ‌নিখ ◈ ওসমান হাদি হত্যাচেষ্টা: ফয়সাল ও আলমগীর গুয়াহাটিতে, ভারতীয় সিম ব্যবহারের নতুন তথ্য প্রকাশ করলেন সাংবাদিক সায়ের ◈ দে‌শের ঐতিহাসিক রেওয়াজ বিজয় দিবসের কুচকাওয়াজ পরপর দুই বছর কেনো বন্ধ করলো অন্তর্বর্তী সরকার? ◈ তানজিম সাকিব আইপিএলে দল পেলেন ৭৫ লাখ রুপিতে! ◈ ওসমান হাদিকে গু‌লি ক‌রে হত‌্যা চেষ্টায় পল্টন থানায় মামলা ◈ পা‌কিস্তান সুপার লিগ শুরু ২৬ মার্চ, ফাইনাল ৩ মে ◈ ক্রিস্টাল প্যালেসকে হারি‌যে আ‌র্সেনা‌লের আ‌রো কা‌ছে ম্যানচেস্টার সিটি  ◈ আইনশৃঙ্খলা ও আচরণবিধি নিশ্চিতই ইসির বড় চ্যালেঞ্জ ইসির ◈ কলকাতায় লজ্জা! হায়দরাবাদে বরণ দেখে মেসি বললেন, এমন ভালবাসা পেয়ে আমি আপ্লুত, কৃতজ্ঞ 

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড় ব্যবধানে নির্বাচন হেরে যা বললেন পাইলট

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ ক্রিকেটকে কাছ থেকে সেবা দেওয়ার উদ্দেশ্যে এবারের বিসিবি নির্বাচনে পরিচালক পদে অংশ নেন খালেদ মাসুদ পাইলট। তবে সাবেক এই অধিনায়ক বেশ বড় ব্যবধানেই হেরেছেন। যদিও পাইলট নির্বাচিত হওয়া তার প্রতিপক্ষের জন্য জানিয়েছে শুভ কামনা।

[৩] ক্যাটাগরি -১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে নির্বাচন করেন পাইলট। তার প্রতিদ্বন্দ্বি রাজশাহী বিভাগ থেকে আগেরবার পরিচালক হওয়া সাইফুল আলম স্বপন।

[৪] ৬ অক্টোবর সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এই প্রতিবেদন লেখার সময়ও চলছে ভোট গণনা। তবে ক্যাটাগরি-১ এর ভোট গণনা শেষে জানা যায় রাজশাহী বিভাগে ৯ ভোটের ৭ টি পেয়েছেন স্বপন ও ২ টি পাইলট।

[৫] এখনো আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা হয়নি তবে নিজের অবস্থান জানা পাইলট কথা বলেন সংবাদ মাধ্যমের সাথে।

[৬] তিনি বলেন, আমি আমার কাউন্সিলর যারা ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আমার যে সতীর্থ ছিলেন, তাকে বেশি যোগ্য মনে করেছেন। তাই তাকে ভোট দিয়েছেন। আশা করি তার মাধ্যমে রাজশাহী ও বাংলাদেশের ক্রিকেট যেন খুব ভালো মতো সার্ভ হয়। হয়তো আমি আমার স্বপ্ন নিয়ে এসেছিলাম। তারা হয়তো তাকে বেশি ট্রাস্ট করেছে, এজন্য ভোট দিয়েছে।

[৭] চেষ্টা করবো ক্রিকেটের সঙ্গে ছিলাম, হয়তো আরও পরিধিতে কাজ করব চিন্তা করছিলাম। সেই সুযোগটা হয়তো হয় নাই। তবে আমি সবসময় ক্রিকেটের সঙ্গে আছি। যারা আসবেন, তাদের জন্য সবসময় শুভ কামনা যেন বাংলাদেশের ক্রিকেটকে আরও সামনে নিয়ে যেতে পারে।

[৮] ক্রিকেট বোর্ডে পাইলটের মত সাবেক ক্রিকেটার পরাজিত হয়ে বিতর্কিত সংগঠক স্বপন জয়ী হলেন। বিতর্কিত হয়েও ভোটারদের আস্থা কেন স্বপনের উপর? এমন প্রশ্নের জবাবে পাইলট বলেন, আমার কাছে মনে হয়েছে যারা কাউন্সিলর তাদের ভোটটা গুরুত্বপূর্ণ। তারাই আসলে বিচার করবে কোন মানুষকে আনা উচিত। তারা হয়তো আমার প্রতিপক্ষকে আরও যোগ্য মনে করেছেন। আমার স্বপ্ন ছিল আমি আসবো। সম্পাদনা : রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়