রাশিদুল ইসলাম : [২] ফ্রান্সে ক্যাথলিক চার্চে ৩ লক্ষাধিক নাবালককে যৌন নির্যাতনের ঘটনায় মর্মযাতনা প্রকাশ করে বলেন এ ঘটনায় আমি ব্যক্তিগতভাবে লজ্জা প্রকাশ করছি। তাদের যাতনা আমিও অনুভব করছি।
[৩] ফ্রান্সে দুই বছর তদন্তের পর আড়াই হাজার পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয় গত ৭ দশক ধরে নাবালকরা ধর্মযাজক, শিক্ষক ও কর্মচারীদের হাতে যৌন নির্যাতনের শিকার হয়ে আসছে।
[৪] তদন্তে ম্যারি নামে এক নারী বলেন তখন আমার বয়স মাত্র ১১ বছর। কিন্তু তাকেও তখন যৌন নির্যাতনের শিকার হতে হত। ভাবতাম আমরা তাদের জন্যে উপহার স্বরুপ।
[৬] ফরাসি অভিনেতা লরেন্ট মার্টিনেজ বলেন নানের হাতে নির্যাতনের কথা আমার অভিভাবকও বিশ^াস করেনি। কিন্তু এ যাতনা আমাকে বছরের পর বছর তাড়া করেছে।