রাশিদুল ইসলাম : [২] তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির প্রাসাদ থেকে এমন একটি ভিডিও সরবরাহ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে তিনি ডলার চুরির পর সেখানকার কর্মকর্তা-কর্মচারিরা ঝগড়া করছেন। এক পর্যায়ে তারা হাতাহাতিতেও লিপ্ত হন। তারা ঝগড়া করছিলেন অবশিষ্ট অর্থ-কড়ি নিয়ে। পারসটুডে
[৩] মিডিয়ায় ডলার চুরির খবর অস্বীকার করে এর আগে ঘানি বলেছিলেন নিজের জুতো জোড়া আনতে পারেননি। নিরাপত্তা কর্মকর্তাদের তাড়া থাকায় সম্পত্তি ও গোপনীয় নথি রেখেই দ্রুত দেশ ছাড়তে হয়েছে।
[৪] ঘানি আমিরাতে অবস্থান করছেন। দেশ ছেড়ে পালানোর সময় তিনি চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে যান।