নিজস্ব প্রতিবেদক: [২] সামাজিক যোগাযোগমাধ্যম হোক বা বাইরে, মাশরাফীকে জন্মদিনের শুভেচ্ছা বন্যায় ভাসানোর মতো মানুষের তো অভাব নেই।কিন্তু ছোট্ট সাহেল তো তার জন্মদিনের সেরা শুভেচ্ছাটি পেয়ে গেলেন তার বিখ্যাত বাবার কাছ থেকেই।
[৩] ছেলের সপ্তম জন্মদিনে খারাপ বা মন্দ কিছু না দেখার, না শোনার কিংবা না করার বার্তা দিয়ে রাখলেন মাশরাফী। অনেক বছর পরে এই পোস্টটাই হয়তো হয়ে থাকবে সাহেলের এগিয়ে যাবার শক্তি, জীবন দর্শনের ভিত্তি, নিজেকে গড়ার প্রেরণা কিংবা অসময়ে ঘুড়ে দাঁড়ানোর অবলম্বন। ফেসবুক থেকে, সম্পাদনা : রাহুল রাজ