শিরোনাম
◈ সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল ◈ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ ◈ স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা ◈ মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা ◈ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন সামরিক ঘাঁটি: শিলিগুড়ি করিডোর ঘিরে ‘নীরব শক্তি প্রদর্শন’ বলছে টিআরটি ওয়ার্ল্ড ◈ একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ◈ অবৈধ পথে ইতালি গেল ১৮ হাজার বাংলাদেশি, ভিসা পেয়েছে ৯ হাজার: রাষ্ট্রদূত আলেসান্দ্রো ◈ ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে এসেছে ফাইজারের আরও ৬ লাখের অধিক টিকা

শাহীন খন্দকার: [২] করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স উদ্যোগের আওতায় দেশে পৌঁছেছে ফাইজারের ছয় লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা। সোমবার রাত ১১টা ২০ মিনিটে টিকা বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এই ধাপে বাংলাদেশকে দেওয়া ২৫ লাখ ফাইজারের টিকার প্রথম চালান এটি।

[৩] দ্বিতীয় চালানে টিকা আসবে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ। এই টিকা এসে পৌঁছুবে আজ মঙ্গলবার (৫ অক্টোবরে) দুপুর ১২টার দিকে। আর তৃতীয় চালানটি আসবে একইদিন রাত ১১টা ২০ মিনিটে। এই দফায় থাকবে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা। অর্থাৎ সব মিলিয়ে সোম ও মঙ্গলবার তিন চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজার ভ্যাক্সিন দেশে এসে পৌছুবে বলে আশা করা যাচ্ছে।

[৪] উল্লেখ্য, এর আগে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং ৩য় দফায় আরো ২৫ লাখ ডোজ সহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।

[৫] এ ছাড়া চলতি সপ্তাহে চীনের সিনোফার্মের আরো ১০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে বলেও স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা বিভাগ সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় পাওয়া এসব টিকা সোমবার মধ্যরাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়