শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ১১:১৬ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিয়ালে যাওয়ার কথা পিএসজিকে আগেই জানিয়েছিলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: [২]কত ই না গুঞ্জন শোনা গিয়েছিলো গ্রীষ্মকালীন দলবদলে! ‘কিলিয়ান এমবাপ্পে টু রিয়াল মাদ্রিদ’ নাটক শেষ হইয়াও যেন হইলো না শেষ।প্যারিস ছেড়ে মাদ্রিদে আসার সব প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত আর এখনও স্বপ্নের বার্নাব্যুতে আসা হয়নি বিশ্বকাপজয়ী তারকা এই ফরোয়ার্ডের।

[৩]রিয়াল মাদ্রিদে খেলার ইচ্ছেটা সবসময়েই প্রকাশ্যে জানিয়ে এসেছে কিলিয়ান এমবাপ্পে! স্প্যানিশ ক্লাবটি আগ্রহীও ছিলো তাঁকে দলে ভেড়াতে। কিন্তু শেষ পর্যন্ত দুপক্ষে ঐক্যমতে পৌছাতে না পারায় আরও এক বছর প্যারিসেই থাকতে হচ্ছে ফরাসি তারকাকে।

[৪]পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির বাকি রয়েছে আর এক বছর। চলমান মৌসুম শেষেই এই ফুটবলার হয়ে যাবেন ফ্রি এজেন্ট। তাই পিএসজি বেশ কয়েকবার এমবাপ্পেকে ছয়বার লোভনীয় অঙ্কে চুক্তি নবায়নের অফার করলেও রিয়ালে খেলার স্বপ্নে বিভোর প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছেন।

[৫]রিয়ালও তাই এমবাপ্পেকে মাদ্রিদে নিয়ে আসতে ইচ্ছুক ছিলো। ২২ বছর বয়সী ফরাসি উইঙ্গারকে দলে ভেড়াতে প্রথমবার ১৬০ মিলিয়ন ইউরোর অফার দিয়েছিলো রিয়াল মাদ্রিদ। কিন্তু পিএসজি তা নাকচ করে দেয়। এমবাপ্পেকে পেতে মরিয়া রিয়াল পরবর্তীতে ১৮০ মিলিয়ন ইউরোর (১৭০ মিলিয়ন ইউরো + অ্যাড অনস ১০ মিলিয়ন ইউরো) অফার দিলেও পিএসজি তাতে সায় দেয়নি।

[৬]পিএসজির সাফ সাফ জবাব, এমবাপ্পেকে নিতে চাইলে ২০০ মিলিয়ন ইউরো খসাতে হবে স্প্যানিশ ক্লাবটিকে। গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন তাঁর দলবদল নিয়ে দুই ক্লা বগুরুতর আলোচনায় বসলেও সেটি রয়ে যায় অমীমাংসীতই। ফলে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্নটাও অধরা হয়ে যায় এমবাপ্পের!

[৭]সম্পতি ফরাসি পত্রিকা আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বহু আলোচিত দলবদলে ঘটনায় নিজের মতামত খোলাসা করেন তিনি। আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় টিভিতে সম্প্রচারিত হবে এমবাপ্পের এই বিশেষ সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারের কিছু চুম্বক অংশ ছাপা হয়েছে ফ্রেঞ্চ সংবাদমাধ্যমে।

[৮]ফরাসি তারকা জানান, আমি চলে যেতে চেয়েছিলাম। কারণ, সেই মুহূর্তে আমি চুক্তির মেয়াদ বাড়াতে চাইনি। চেয়েছিলাম ক্লাব যেন দলবদলের অর্থ পায় এবং তারা মানসম্পন্ন বিকল্প আনতে পারে।

[৯]এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। এখানে যে চার বছর কাটিয়েছি সবসময় আমার আনন্দে কেটেছে এবং এখনও সুখে আছি। আমি বেশ আগেই জানিয়ে দিয়েছি। এটাও বলেছিলাম, ক্লাব আমাকে ছাড়তে না চাইলে আমি থাকব।

[১০]দলবদলের মৌসুমেই পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো জানিয়েছিলেন, সপ্তাহ খানেক আগেই দল ছাড়ার কথা জানান এমবাপ্পে। কিন্তু ফরাসি তারকা পিএসজি পরিচালকের সেই দাবিকে মিথ্যা বলেছেন আরএমসির কাছে দেওয়া সাক্ষাৎকারে।

[১১]অনেকে বলেছে, আমি নতুন চুক্তির ছয় কিংবা সাতটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এবং আমি লিওনার্দোর সঙ্গেও কথা বলতে চাই না, যা একেবারেই সত্যি নয়। তারা আমাকে বলেছিল, ‘কিলিয়ান তুমি এখন ক্লাব সভাপতির সঙ্গে কথা বলো।

[১২]তারা বলেছে, আমি নাকি অগাস্টের শেষ সপ্তাহে বলেছিলাম , ব্যক্তিগতভাবে বিষয়টি আমার ভালো লাগেনি। আমি জুলাইয়ের শেষেই বলেছিলাম, আমি ক্লাব ছাড়তে চাই। - গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়