মাকসুদ রহমান: [২] দীর্ঘ কয়েক মাসব্যাপী টিগ্রেতে চলা সংঘর্ষ চলাকালেই ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর পদে টানা দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী আবি আহমেদ। সোমবার তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিজা আশহেনাফি। আল জাজিরা
[৩] চলতি বছরের জুন মাসে আয়োজিত নির্বাচনে দেশটির পার্লামেন্টের ৪৩৬টি আসনের মাঝে ৪১০টি আসনেই জয় লাভ করেছে আবি আহমেদের নেতৃত্বে থাকা প্রোসপ্যারিটি পার্টি।
[৪] ২০১৯ সালে শান্তিতে নোবেল জয় করেন আহমেদ, তিনি সফলতা দেখান প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং নিজ দেশে ব্যাপক রাজনৈতিক সংস্কারের কারণে। কেনিয়ার সঙ্গে সীমান্তে সম্পর্ক উন্নয়নে আবি আহমেদের নেয়া পদক্ষেপকে সমর্থন জানিয়েছে নাইরোবি। সম্পাদনা: সাকিবুল আলম